Bankura: কয়েক সেকেন্ডেই গেরুয়া বদলে গেল সবুজে! এ কী হচ্ছে বাঁকুড়ায়

Bankura: শুভেন্দু অধিকারী বেরিয়ে যেতেই তালডাংরায় ময়দানে নামে তৃণমূল। তৃণমূলের তালডাংরা ব্লকের সভাপতি তারাশঙ্কর রায় ও সভাধিপতি অনুসুয়া রায়ের নেতৃত্বে তৃণমূলের কর্মীরা তালডাংরা বাজারে মিছিল করে হাজির হন তালডাংরা মার্কেট কমপ্লেক্সে।

Bankura: কয়েক সেকেন্ডেই গেরুয়া বদলে গেল সবুজে! এ কী হচ্ছে বাঁকুড়ায়
মুহূর্তেই বদলালো মঞ্চImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2024 | 9:23 PM

তালডাংরা: উপ নির্বাচনের শেষ লগ্নে উত্তেজনার পারদ চড়ল বাঁকুড়ার তালডাংরায়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করে মঞ্চ থেকে নামতেই সেই মঞ্চের দখল নিল তৃণমূল। মুহূর্তেই বদলে গেল মঞ্চের রঙ। খানিক আগেও যে মঞ্চ সেজেছিল বিজেপির গেরুয়া পতাকায়, কয়েক সেকেন্ড পরই তা বদলে হয়ে গেল তৃণমূলের। দুই দলের কাছেই আগাম অনুমতি থাকলেও শাসক বিরোধী দুই দলের এই রেষারেষিতে রীতিমত উত্তেজনার পারদ চড়ল সেখানে।

গত ১৩ নভেম্বর বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। সেই উপ নির্বাচনের প্রচারে আজই ছিল শেষ দিন। সেই দিনে প্রচারে ঝড় তুলতে বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে তালডাংরায় পদযাত্রা করেন বিরোধী দলনেতা। তালডাংরায় বিজেপির নির্বাচনী কার্যালয় থেকে অসংখ্য বিজেপি কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে মিছিল করে তালডাংরা মার্কেট কমপ্লেক্সে যান শুভেন্দু অধিকারী। সেখানে মঞ্চে বক্তব্য রাখেন শুভেন্দু। বিকাল সাড়ে চারটা নাগাদ তাঁর বক্তব্য শেষ হতেই বিজেপির সভা শেষ হয়। সভা শেষ হতেই শুভেন্দু অধিকারী সিমলাপালে অপর একটি সভাস্থলের উদ্যেশ্যে রওনা দেন।

শুভেন্দু অধিকারী বেরিয়ে যেতেই তালডাংরায় ময়দানে নামে তৃণমূল। তৃণমূলের তালডাংরা ব্লকের সভাপতি তারাশঙ্কর রায় ও সভাধিপতি অনুসুয়া রায়ের নেতৃত্বে তৃণমূলের কর্মীরা তালডাংরা বাজারে মিছিল করে হাজির হন তালডাংরা মার্কেট কমপ্লেক্সে। ততক্ষণে মঞ্চের রঙ বদলে গিয়েছে। মঞ্চে টাঙানো বিজেপির পতাকা খুলে ততক্ষণে টাঙিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের ঘাসফুল পতাকা। এরপরই সেই মঞ্চে শুরু হয় তৃণমূলের প্রচার সভা। তৃণমূলের দাবি বিজেপি যেমন তাদের কর্মসূচির অনুমতি নিয়ে রেখেছিল তৃণমূলও তেমনই আগে থেকে এই কর্মসূচির অনুমতি নিয়ে রেখেছিল। সেই অনুমতির ভিত্তিতেই এই সভা। জোর করে কিছু করা হয়নি।