AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura BJP Leader Arrest: পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে ‘হুমকি’, গ্রেফতার বিজেপি নেতা

Bankura BJP Leader Arrest: পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে বচসা। পকেট থেকে আগ্নেয়াস্ত্র বার করে হুমকি দেওয়ার অভিযোগ।অভিযোগের তির বিজেপির যুব মোর্চার নেতার বিরুদ্ধে।

Bankura BJP Leader Arrest: পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে 'হুমকি', গ্রেফতার বিজেপি নেতা
বাঁকুড়ায় গ্রেফতার বিজেপি নেতা (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Nov 27, 2021 | 12:58 PM
Share

বাঁকুড়া: পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার বিজেপির যুব মোর্চা নেতা।

পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে বচসা। পকেট থেকে আগ্নেয়াস্ত্র বার করে হুমকি দেওয়ার অভিযোগ।অভিযোগের তির বিজেপির যুব মোর্চার নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সাহেব রায় শালতোড়া থানার পাবড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, পাবড়া মোড়ের এক পেট্রোল পাম্পে অভিযুক্ত সাহেব রায় তেল নিতে গিয়েছিলেন।

সেখানে একটা ইস্যুতে পেট্রোল পাম্পের কর্মীদের সঙ্গে তাঁর বচসা বেধে যায়। অভিযোগ বচসার সময় হঠাৎই কোমরের পেছন থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে পেট্রোল পাম্পের কর্মীদেরকে ভয় দেখান তিনি। আগ্নেয়াস্ত্র দেখে হইচই পড়ে যায় পেট্রোল পাম্পে। কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীরা চিত্কার চেঁচামেচি ছোটাছুটি করতে থাকেন।

বিপদ বাড়ছে, বুঝতে পেরে ঘটনাস্থল থেকে চম্পট দেন এই যুব মোর্চার নেতা। খবর দেওয়া হয় শালতোড়া থানায়। পুলিশ মেজিয়ার জেমুয়া এলাকা থেকে অভিযুক্ত সাহেব রায়কে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হবে। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখা এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অপরাধে পুলিশ অস্ত্র আইনে ২৫ ও ২৭ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। এদিকে আগ্নেয়াস্ত্র-সহ যুব মোর্চার নেতার গ্রেফতারিতে  শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

পেট্রোল পাম্পের এক কর্মী বলেন, “বোতলে তেল দেওয়া বন্ধ। আমার সেই নির্দেশই মানছিলাম। কিন্তু ওঁ বোতলে তেল নিতে এসেছিলেন। সেই না শোনাতেই অশান্তি শুরু হয়। কথা কাটাকাটি চলছিল। আচমকাই দেখি পকেট থেকে বন্দুক বার করে ভয় দেখাচ্ছেন।” এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এ প্রসঙ্গে রাঢ়বঙ্গের কনভেনার পার্থসারথী কুণ্ডুর বক্তব্য, সাহেব রায় যুব মোর্চার সাধারণ কর্মী। কোনও পদাধিকারী নন। কোনও কর্মী ব্যক্তিগত কারণেই যদি এরকম কোনও কাজ করে থাকেন, তাহলে আইন আইনের মতো ব্যবস্থা নেবে। এই ধরনের কাজ দল সমর্থন করে না। আদৌ ওই যুবক কোনও পদাধিকারী নন। কর্মী কিনা, সেটাও খতিয়ে দেখার রয়েছে।

অন্যদিকে, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল সাঁতরা বলেন, “বাঁকুড়ার শালতোড়ায় যুব মোর্চার নেতা অস্ত্র নিয়ে পাম্পে ঢুকে পেট্রোল পাম্পের কর্মীদের হুমকি দিয়েছে। তাহলে বুঝতে পারছেন বিজেপি কোথায় গিয়ে পৌঁছেছে। সব চ্যাংড়া নেতারা দাদাগিরি করে বেড়াচ্ছে। পুলিশ যথাযথ পদক্ষেপ করেছে। পুলিশ যাতে কড়া পদক্ষেপ করে, সেটাই কাম্য। বিজেপি নেতারাও যাতে এই ব্যাপারে সচেতন হন।”

আরও পড়ুন: Diamond Harbour Child Recover: ‘মা কই?’, ফুল-ফুল জামা পরে ফুলের মতন মেয়েটা শুধু আঙুল উঁচিয়ে দেখাচ্ছিল চলন্ত ট্রেন…রহস্য সেখানেই

আরও পড়ুন:  Kolkata Body Recovered: ফুটপাতের ওপর উপুড় হয়ে পড়েছিল দেহ, বেহালায় দেহ উদ্ধার