Bankura: সরস্বতী পুজোর ছিমছাম এই প্যান্ডেলেই ছিল লক্ষ টাকার সম্পত্তি, এড়ানো গেল না ‘কর্তাদের’ নজর

Bankura: বৃহস্পতিবার সকালে উঠে ক্লাবের সদস্যরা যখন বিষয়টি দেখতে পান, তখন হতভম্ব হয়ে যান তাঁরা। এলাকায় খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা ওই মণ্ডপে ভিড় করেন। খবর যায়া থানায়। পুলিশও গিয়ে ঘটনাস্থল ঘুরে আসে।

Bankura: সরস্বতী পুজোর ছিমছাম এই প্যান্ডেলেই ছিল লক্ষ টাকার সম্পত্তি, এড়ানো গেল না 'কর্তাদের' নজর
পুজোর প্যান্ডেলে চুরিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2024 | 5:30 PM

বাঁকুড়া: সরস্বতী পুজোর প্যান্ডেলেও চুরি! খোয়া গেল লাইট, বৈদ্যুতিক যন্ত্র। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের মটুকগঞ্জ মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় একটি ক্লাবের পুজোয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরই এই ক্লাবের পক্ষ থেকে সরস্বতী পুজো করা হয়। এবারও বাগদেবীর আরাধনা করেছিলেন ক্লাব কর্তৃপক্ষ। রাত্রি এগারোটা নাগাদ মণ্ডপ ছেড়ে ক্লাবের সদস্যরা যে যাঁর বাড়ি চলে যান। অভিযোগ, এরপরই অন্ধকারে কেউ বা কারা মণ্ডপে লাগানো বহুমূল্যের বেশ কয়েকটি লাইট এবং একটি বৈদ্যুতিক যন্ত্র চুরি করে নিয়ে চম্পট দেয় চোরেরা।

বৃহস্পতিবার সকালে উঠে ক্লাবের সদস্যরা যখন বিষয়টি দেখতে পান, তখন হতভম্ব হয়ে যান তাঁরা। এলাকায় খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা ওই মণ্ডপে ভিড় করেন। খবর যায়া থানায়। পুলিশও গিয়ে ঘটনাস্থল ঘুরে আসে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

স্বাভাবিকভাবেই শহরের মাঝখানে এই ধরনের চুরির ঘটনায় তাজ্জব এলাকার মানুষ।  স্থানীয় এক বাসিন্দা বলেন, “এরকম ঘটনা আমাদের গ্রামে আগে কখনও ঘটেনি। পাড়ার পুজো থেকেও নাকি চুরি! ভাবতে পারেন। লাইট, যন্ত্র সব চুরি করে নিয়ে গিয়েছে। ডেকরেটর্সের জিনিস। এবার তো তাদেরই ক্ষতিপূরণ দিতে হবে। ” ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, “বেশ কয়েকটা দামী লাইট ছিল। সেগুলো মিলিয়েই কয়েক লক্ষ টাকা হয়ে যাবে। সঙ্গে আবার যন্ত্রও ছিল। আবার তার। ক্ষতিপূরণও দিতে হবে। সেক্ষেত্রে অঙ্কটা তো লক্ষ টাকা তো হবেই।”