Bankura News: পুকুরে ভাসছিল ‘লাশ’, উদ্ধার করতে যেতেই নড়ে উঠল দেহ
Bankura News: এলাকাবাসীদের ধারণা ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁরাই তড়িঘড়ি খবর দেন জয়পুর থানায়। জয়পুর থানার পুলিশ স্থানীয়দের কাছে থেকে শুনে দেহ বহনকারী ভ্যান নিয়ে হাজির হন ঘটনাস্থলে। এরপর দেহটি উদ্ধার করতে গেলে হঠাৎই নড়েচড়ে ওঠে দেহটি। পুলিশ বুঝতে পারে ওই ব্যক্তি জীবিত রয়েছেন।

বাঁকুড়া: পুকুরে ভাসছিল মৃতদেহ। এলাকাবাসী সূত্রে খবর, পেতেই দেহ বহনকারী গাড়ি নিয়ে ঘটনাস্থলে ছুটল পুলিশ। দেহ উদ্ধার করতে গিয়ে নড়েচড়ে উঠল দেহ। তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল পুলিশ। শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার থানার পরাশিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যে নাগাদ পরাশিয়া গ্রাম লাগোয়া একটি পুকুরে এক ব্যক্তিকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ব্যক্তির পায়ের অংশ পুকুরের জলে থাকলেও দেহের বাকি অংশ ছিল জলের উপরে। এলাকাবাসীদের ধারণা ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁরাই তড়িঘড়ি খবর দেন জয়পুর থানায়। জয়পুর থানার পুলিশ স্থানীয়দের কাছে থেকে শুনে দেহ বহনকারী ভ্যান নিয়ে হাজির হন ঘটনাস্থলে। এরপর দেহটি উদ্ধার করতে গেলে হঠাৎই নড়েচড়ে ওঠে দেহটি। পুলিশ বুঝতে পারে ওই ব্যক্তি জীবিত রয়েছেন।
এরপরই ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে ওই ব্যক্তিকে স্থানান্তরিত করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই আপাতত চিকিৎসা চলছে। এদিকে ওই ঘটনায় ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর ব্যক্তিটি স্থানীয় এলাকার নয়। কীভাবে ওই ব্যক্তি পরাশিয়া এলাকায় এলেন তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।





