Bankura: এঁটো বাসন ধুতে গিয়ে বাড়ির সামনেই রক্তাক্ত হলেন দুই বধূ
গতকাল রাতে বাড়িতে খাওয়া দাওয়ার পর কেঞ্জাকুড়ার কাইতি পাড়ার বাসিন্দা পুতুল লোহার ও বিউটি লোহার নামের দুই গৃহবধূ রাস্তার ধারে এঁটো বাসন ধুচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে যাওয়া একটি চারচাকা একজনকে ধাক্কা দিয়ে রাস্তার ধারের ড্রেনের মধ্যে ছিটকে ফেলে।
বাঁকুড়া: দুই গৃহবধূকে ধাক্কা দিয়ে গাড়ি ফেলে চম্পট মদ্যপ চালকের। আহত দুই বধূকে ভর্তি করা হল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। অন্যান্য দিনের মতোই গ্রামের রাস্তার ধারে বসে বাসন মাজছিলেন দুই গৃহবধূ। আচমকাই একটি চারচাকা গাড়ি এসে একজনকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে। অন্যজনকে হিঁচড়ে টেনে নিয়ে যায় বেশ কিছুটা দূর। পরে গাড়ি ফেলে এলাকা ছেড়ে চম্পট দেয় চালক। বাঁকুড়ার কেঞ্জাকুড়ার এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে শুক্রবার রাতে। আহত দুই গৃহবধূকে ভর্তি করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাড়িতে খাওয়া দাওয়ার পর কেঞ্জাকুড়ার কাইতি পাড়ার বাসিন্দা পুতুল লোহার ও বিউটি লোহার নামের দুই গৃহবধূ রাস্তার ধারে এঁটো বাসন ধুচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে যাওয়া একটি চারচাকা একজনকে ধাক্কা দিয়ে রাস্তার ধারের ড্রেনের মধ্যে ছিটকে ফেলে।
অন্যজনকে গাড়িটি হিঁচড়ে নিয়ে যায় বেশ কিছুটা। কিছুদূর যাওয়ার পর গাড়ি থামিয়ে চালক সহ আরোহীরা গাড়ি থেকে নেমে এলাকা ছেড়ে চম্পট দেয়। পরে স্থানীয় বাসিন্দারা আহত দুই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়িটির চালক মদ্যপ অবস্থায় থাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে। চালককে অবিলম্বে চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।