AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta Majumdar: বাঁকুড়ায় ‘ম্যাজিক’ দেখালেন সুকান্ত, পুরসভায় খাতা খুলে ফেলল বিজেপি

Sukanta Majumdar: তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসাবে লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছিলেন বিক্ষুব্ধ ৩ প্রার্থী। এদের মধ্যে অন্যতম ছিলেন বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অনন্যা রায় চক্রবর্তী। এবার তিনি গেলেন বিজেপিতে।

Sukanta Majumdar: বাঁকুড়ায় ‘ম্যাজিক’ দেখালেন সুকান্ত, পুরসভায় খাতা খুলে ফেলল বিজেপি
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2024 | 12:52 PM

বাঁকুড়া: তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভায় খাতা খুলল পদ্ম শিবির। বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী যোগ দিলেন বিজেপিতে। নির্দল হিসাবে নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন তৃণমূল কাউন্সিলর। প্রসঙ্গত, ২০২২ সালের নির্বাচনে বাঁকুড়া পুরসভার ২৪টি আসনের মধ্যে ২১টি আসনে জয়ী হয় তৃণমূল। দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসাবে লড়াই করে জয় ছিনিয়ে নেন বিক্ষুব্ধ ৩ প্রার্থী। এদের মধ্যে অন্যতম ছিলেন বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অনন্যা রায় চক্রবর্তী। 

যদিও নির্দল হিসাবে জয়ী হলেও পরে বিজয় মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোলে নিয়ে পথ হেঁটেছিলেন অনন্যা রায় চক্রবর্তী। প্রাক্তন এই তৃনমূল কাউন্সিলার তারপর থেকে নির্দল কাউন্সিলর হিসাবেই কাজ করে আসছিলেন। কিন্তু এবার ছন্দপতন। শনিবার সন্ধ্যায় বাঁকুড়া নারী সুরক্ষা মহামিছিলে অংশ নিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাঁকুড়ায় যান। তারপরেই হয়ে যায় দলবদল।

সুকান্তর হাত ধরে বিজেপির পতাকা কাঁধে তুলে নেন অনন্যা রায় চক্রবর্তী। অনন্যার দাবি, সম্প্রতি আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ্য যা হচ্ছে তা দেখেই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত। এখন বিজেপিতে থেকেই কাজ করতে চান। যদিও পাল্টা আক্রমণে নেমেছে ঘাসফুল শিবির। তৃণমূলের কটাক্ষ, ওই কাউন্সিলর বিক্রি হয়ে গিয়েছেন। এখন জমি মাফিয়া হিসাবে ভাল করে ব্যবসা চালাতেই ওই কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন।