বাঁকুড়া: বাঁকুড়ায় বিজেপির শক্তিবৃদ্ধি। বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় ১২০ জন কর্মী। ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে এই যোগদান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি এই যোগদান আসলে নাটক।
বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আগামী ২৫ মে ভোটগ্রহণ। হাতে মাত্র আর সাত দিন। তার আগেই বাঁকুড়ার সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের সিমলা গ্রামের ৩০ টি পরিবার থেকে মোট ১২০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল। তা নিয়েই এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে। দলে নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি।
দিবাকর ঘরামির দাবি, তৃণমূলের দুর্নীতি ও সন্দেশখালিকাণ্ড নিয়ে মানুষ বিরক্ত। বিজেপির উন্নয়নে কর্মযজ্ঞে সামিল হতেই ওই কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল গোটা ঘটনাটিকে নাটক বলে কটাক্ষ করেছে। তৃণমূলের দাবী নির্বাচনের আগে সারা দেশেই বিজেপির পায়ের তলার মাটি সরে যাওয়াতেই এই নাটক করতে হচ্ছে।
তবে যোগদান যে শুধু বাঁকুড়াতেই চলছে এমনটা নয়। একদিন আগে খেজুরিতেও ভাঙন দেখা গিয়েছে তৃণমূলে। ৪০০ জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। যদিও তৃণমূলের দাবি, ৪০০ নয় সংখ্যাটা ৪০ হবে না। মিথ্যাচার করছে বিজেপি।