Panchayat Elections 2023: ‘রাতের অন্ধকারে দই ভেবে তৃণমূলকে খেয়েছিল, আসলে ওটা চুন’, কটাক্ষ মীনাক্ষীর
Panchayat Elections 2023: দলীয় প্রার্থীদের প্রচারে নেমে এদিন শুরু থেকেই ঘাসফুল শিবিরে বিরুদ্ধে অল-আউট আক্রমণ নামতে দেখা যায় মীনাক্ষীকে। পাল্টা আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবিরও।
বাঁকুড়া: হাতে আর মাত্র এক সপ্তাহের কাছাকাছি সময়। ৮ জুলাই রাজ্যে এক দফায় হতে চলেছে পঞ্চায়েত ভোট। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে ঝড় তুলতে রাজ্যের এ প্রান্ত থেকে ওপ্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন প্রতিটা রাজনৈতিক দলের তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা। তৃণমূল (Trinamool Congress), বিজেপি (BJP), কংগ্রেসের পাশাপাশি পিছিয়ে নেই বামেরাও। এদিন বাঁকুড়ায় (Bankura) বড়জোড়ায় এক জনসভায় গিয়ে একযোগে তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করলেন বাম যুবনেত্রী তথা ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। রাজ্যে কাজের অভাব থেকে শুরু করে দুর্নীতি ইস্যু, সব নিয়েই সুর চড়াতে দেখা গেল তাঁকে।
দলীয় প্রার্থীদের প্রচারে নেমে এদিন শুরু থেকেই ঘাসফুল শিবিরে বিরুদ্ধে অল-আউট আক্রমণ নামতে দেখা যায় মীনাক্ষীকে। মিনাক্ষী বলেন, “মানুষের হাতে কাজ নেই। কিন্তু, ভোটের আগে হাতে ২ হাজার টাকা দিয়ে বোমা-পিস্তল ধরিয়ে দেওয়া হচ্ছে। আর বলা হচ্ছে মুখে তোয়ালে আর গামছা বেঁধে ভোটের বাজারে বেরিয়ে পড়ো। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তৃণমূলকে আশীর্বাদ করেছিল, বিজেপিকেও ভোট দিয়েছিল। আসলে মানুষ রাতের অন্ধকারে দই ভেবে তৃণমূলকে খেয়ে ফেলেছিল। আর এখন দেখছে দই নয় ওটা ছিল চুন। গোটা মুখ পুড়ে গিয়েছে মানুষ। তাই মানুষ রুখে দাঁড়িয়েছে। পিঠ দেওয়ালে ঠেকে গেলে কী করে ঘুরে দাঁড়াতে হয় তা মনোনয়ন জমার প্রথমদিনেই মানুষ ভাঙড়, ক্যানিং, রানিনগরে ওদের বোল্ড আউট করে দেখিয়ে দিয়েছে।”
তবে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি তৃণমূলও। তীব্র কটাক্ষ করেছেন বড়জোড়ার বিধায়ক তথা তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অলোক মুখোপাধ্যায়। মীনাক্ষীর বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, “বিজেপির সঙ্গে সিপিএমের আঁতাত হয়েছে। ভোটের আগে শুধুমাত্র বাজার গরম করার জন্য এই সব আবোল তাবোল কথা বলছেন উনি। কোনও মানে নেই। বামেদের ৩৪ বছরের অপশাসনের পর তৃণমূলের আমলেই মানুষ আসল উন্নয়নের স্বাদ পেয়েছে। তাই পঞ্চায়েত ভোটের রায় উন্নয়নের পক্ষেই যাবে।”