Bankura: দেহ খুঁজতে পুকুরে নামল বিপর্যয় মোকাবিলা দল, চলল জোর তল্লাশি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের ছুতারবুড়ি বৈলাপাড়া এলাকার বাসিন্দা তারা কর্মকার। গতকাল রাত ৯ টার পর থেকে নিখোঁজ হয়ে যান। স্থানীয় কয়েকজন তাঁকে স্থানীয় একটি পুকুরের জলে পড়ে যেতে দেখে বাড়িতে খবর দেন।

বাঁকুড়া: পুকুরে দীর্ঘ তল্লাশি চলছিল। সেখান থেকেই এক যুবকের দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ছুতারবুড়ি বৈলাপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নামতারা কর্মকার। দুর্ঘটনায় যুবকের মৃত্যু নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের ছুতারবুড়ি বৈলাপাড়া এলাকার বাসিন্দা তারা কর্মকার। গতকাল রাত ৯ টার পর থেকে নিখোঁজ হয়ে যান। স্থানীয় কয়েকজন তাঁকে স্থানীয় একটি পুকুরের জলে পড়ে যেতে দেখে বাড়িতে খবর দেন। প্রাথমিকভাবে তাঁকে বাঁচাতে স্থানীয় কয়েকজন পুকুরের জলে নামেন তাঁর খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পরে খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী ওই পুকুরে নেমে তল্লাশি শুরু করে। রাতভর তল্লাশির পর আজ সকালে ফের ওই পুকুরে তল্লাশি শুরু করতেই যুবকের দেহ উদ্ধার হয়। যুবকের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।
এ প্রসঙ্গে কবিতা দাস বলেন, “ছেলেটা পুকুরে পড়ে গিয়েছিল। অনেকেই দেখেছিলেন ব্যাপারটা। সঙ্গে সঙ্গে আমরা যাই সেখানে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরে। দ্রুত তারা ঘটনাস্থলে আসেন। তারপরই উদ্ধার হয় দেহ। এর আগে আমরাও তল্লাশি করেছিলাম।”
