Bankura News: রাত হলেই ভরাট হচ্ছে নালা, সরকারি জমিও বিক্রির অভিযোগ বাঁকুড়ায়
Bankura: ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের আঁকুড়েপাড়া এলাকা। সেখানেই জল নিকাশি প্রধান নালা ভরাট করে চড়া দরে বিক্রি করে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। সেই সময় এলাকাবাসী বিক্ষোভ দেখানোয় সাময়িক ভাবে সেই চেষ্টা ব্যর্থ হয়।

বাঁকুড়া: রাতের অন্ধকারে কেউ বা কারা কারখানার বর্জ্য ফেলে ভরাট করে দিচ্ছে এলাকার প্রধান নিকাশি নালা। রাজ্য সড়কের ধারে থাকা সেই সরকারি জায়গা বিক্রির চক্রান্তও চলছে বলে অভিযোগ। বারংবার বিষয়টি স্থানীয় পুরসভা ও মহকুমা শাসকের নজরে আনলেও সুরাহা হয়নি। অগত্যা এলাকার মানুষ স্থানীয় কাউন্সিলারকে সঙ্গে নিয়ে ফেটে পড়লেন প্রবল বিক্ষোভে। ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের আঁকুড়েপাড়া এলাকার।
ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের আঁকুড়েপাড়া এলাকা। সেখানেই জল নিকাশি প্রধান নালা ভরাট করে চড়া দরে বিক্রি করে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। সেই সময় এলাকাবাসী বিক্ষোভ দেখানোয় সাময়িক ভাবে সেই চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু তার আগেই নিকাশি নালার একাংশ মজে যাওয়ায় চলতি বর্ষায় ভারী বৃষ্টিতে ৭ নম্বর ওয়ার্ডের আঁকুড়েপাড়া এলাকা জলবন্দি হয়ে পড়ে। জল জমে থাকায় ক্ষতিগ্রস্ত হয় এলাকার একাধিক বাড়ি। গৃহহীন হয়ে এখনো বেশ কয়েকটি পরিবারের দিন কাটছে অস্থায়ী তাঁবুতে। তার মাঝেই সম্প্রতি ফের ভুল ডোজার দিয়ে ওই নিকাশি নালা ভরাট করার কাজ শুরু করে একদল জমি মাফিয়া বলে অভিযোগ।
আর এতেই ক্ষেপে ওঠেন এলাকার মানুষ। স্থানীয় কাউন্সিলারকে সঙ্গে নিয়ে আজ সকালে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি বিষয়টি বারেবারে বিষ্ণুপুর পুরসভা ও মহকুমা প্রশাসনের নজরে আনার পরেও তাঁদের উদাসীনতায় দুস্কৃতীরা বারবার এমন কাজ করার সাহস পাচ্ছে। স্থানীয় কাউন্সিলারের অভিযোগ, রাজ্য সড়কের পাশে থাকা ওই নিকাশি নালাটি সরকারি জায়গায় রয়েছে। একদল জমি মাফিয়া ওই নিকাশি নালা ভরাট করে সেই জমি চড়া দরে বিক্রি করার চক্রান্ত করেছে। যা কোনও ভাবেই তাঁরা হতে দেবেন না। পুরপ্রধানের দাবি অভিযোগ মিলেছে। দ্রুত ওই সরকারি নয়ানজুলি ভরাটের জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ করা হবে।
