Train Accident: বাঁকুড়ায় লাইনচ্যুত মালগাড়ি, দাঁড়িয়ে গেল একের পর এক দূরপাল্লার ট্রেন

Train Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে পাথর বোঝাই একটি মালগাড়ি রেল লাইনের ধারে পাথর ফেলতে ফেলতে অত্যন্ত ধীর গতিতে বিষ্ণুপুর থেকে গড়বেতার দিকে যাচ্ছিল। পিয়ারডোবা স্টেশন পেরোতেই আচমকাই প্রবল শব্দ শুনতে পান এলাকাবাসী।

Train Accident: বাঁকুড়ায় লাইনচ্যুত মালগাড়ি, দাঁড়িয়ে গেল একের পর এক দূরপাল্লার ট্রেন
শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2024 | 6:56 PM

বাঁকুড়া: ফের দুর্ঘটনার কবলে চলন্ত মালগাড়ি। শুক্রবার বিকালে বাঁকুড়া জেলার পিয়ারডোবা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ির দুটি বগি। ঘটনার পরই ওই স্টেশনের কাছে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে পাথর বোঝাই একটি মালগাড়ি রেল লাইনের ধারে পাথর ফেলতে ফেলতে অত্যন্ত ধীর গতিতে বিষ্ণুপুর থেকে গড়বেতার দিকে যাচ্ছিল। পিয়ারডোবা স্টেশন পেরোতেই আচমকাই প্রবল শব্দ শুনতে পান এলাকাবাসী। প্রথমে সকলেই ভেবেছিলেন মালগাড়ি থেকে পাথর ফেলার শব্দ শুনেছেন তাঁরা। কিন্তু রেল লাইনের সামনে এসে দেখেন মালগাড়ির দু’টি বগি লাইন থেকে নেমে গিয়েছে। স্থানীয়দের দাবি, মালগাড়িটি অত্যন্ত ধীর গতিতে থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি।

এদিকে দুর্ঘটনার জেরে রুটে থাকা বাকি ট্রেনগুলিতেও তার ছাপ পড়েছে। ছাতনা স্টেশনে দাঁড়িয়ে যায় ডাউন পুরুলিয়া হাওড়া রুপসী বাংলা এক্সপ্রেস। বিষ্ণুপুর স্টেশনে দাঁড়িয়ে ডাউন আদরা সাতরাগাছি আরন্যক এক্সপ্রেস।