Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonamukhi Municipality: ‘সোনার সোনামুখী’ গড়তে তৃণমূলের বহিষ্কৃতদের বিজেপিতে ডাকছেন সাংসদ সৌমিত্র খাঁ

Municipal Elections 2022: এদিন সোনামুখী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ঝুমা গোলদার ঘোষের সমর্থনে প্রচারে বের হন সৌমিত্র খাঁ।

Sonamukhi Municipality: 'সোনার সোনামুখী' গড়তে তৃণমূলের বহিষ্কৃতদের বিজেপিতে ডাকছেন সাংসদ সৌমিত্র খাঁ
ভোটপ্রচারে সাংসদ সৌমিত্র খাঁ। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2022 | 4:01 PM

বাঁকুড়া: তৃণমূলের বহিষ্কৃত নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে বের হন। সেখানেই তিনি বলেন, তৃণমূল কাউকেই কিছু দিতে পারে না। ওরা শুধু তোলাবাজি, দুর্নীতির সরকার চালায়। তাঁর কথায়, ‘তৃণমূল কংগ্রেস কোনও পার্টি নয়, এটা প্রপার্টি’। সৌমিত্র খাঁ বলেন, “মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল দলটা চালায়। যাঁরা বহিষ্কৃত হয়েছেন তাঁদের আমরা বলব নির্দল ভোটে নয়, সরাসরি বিজেপিতে আসুন। সোনার বাংলা তৈরি করি, সোনার সোনামুখী তৈরি করি, সোনার বাঁকুড়া তৈরি করি। আমরা সেই আবেদন জানাব নির্দল প্রার্থীদের কাছে। আপনারা আসুন ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন। নতুনভাবে চলুন এগিয়ে যাই।”

সাংসদ সৌমিত্র খাঁয়ের তোপ, “এ রাজ্যের শাসকদল কখনও বালি চুরি করে, কখনও পাইপলাইনের পাইপ চুরি করে, কখনও রাস্তার জমি চুরি করে নেয়। এটাই তৃণমূল সরকারের প্রধান কাজ। প্রথম কাজ। আগে মস্তানরা তোলাবাজি করত। এখন তৃণমূল নেতারা তোলাবাজি করে। তৃণমূলের নেতারা দাদাগিরি করে। সোনামুখী ১০ বছরে কী পেয়েছে? আমি নিজেও তৃণমূল কংগ্রেসে ছিলাম। জানি তৃণমূল করলে মানুষকে কিছু দেওয়া যায় না। মানুষের কাছ থেকে ছিনিয়ে নেয় ওরা। তৃণমূলকে দূরে ঠেলুন।”

এদিন সোনামুখী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ঝুমা গোলদার ঘোষের সমর্থনে প্রচারে বের হন সৌমিত্র খাঁ। বিভিন্ন রাস্তায় টোটো চালিয়ে প্রচার করতে দেখা যায় বিজেপি সাংসদকে। দলীয় প্রার্থীকে যাত্রীর আসনে বসিয়ে টোটোর চালকের আসনে বসে সৌমিত্র। ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় ঘোরেন তিনি। সেই প্রচার থেকেই তৃণমূলের বহিষ্কৃত নির্দল প্রার্থীদের বিজেপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। একইসঙ্গে সৌমিত্র খাঁয়ের অভিযোগ, পুলিশি সহায়তায় তৃণমূল বাইরে থেকে লোক এনে ভোট করাতে চাইছে। একইসঙ্গে আত্মবিশ্বাসী সৌমিত্র খাঁয়ের দাবি, ‘ভোট লুঠ’ না হলে তিন পুরসভাই দখল করবে বিজেপি।

নির্দলদের বিজেপিতে আহ্বানের বিষয়ে খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি বলেন, “২০২১-এর বিধানসভা ভোটের সময়ও দেখেছিলেন দলবিরোধী কাজের জন্য আমরা অনেককেই বহিষ্কৃত করেছিলাম। তাঁরা বিজেপিতে গিয়ে যোগ দেন। পুরসভা ভোটের আগেও সেই এক ছবি। যাদের তৃণমূল বহিষ্কার করেছে, তাদের সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এতে বোঝা যাচ্ছে তৃণমূলের বাদ দেওয়া, বহিষ্কৃতদের নিয়ে দল করবে বিজেপি।”

অন্যদিকে তৃণমূলের সোনামুখী ব্লক সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন, “এসব লোকের কথার উত্তর দিয়ে কোনও লাভ নেই। বহিষ্কারটা আমাদের দলের ভিতরের ব্যাপার। পুরসভা ভোটে আমাদের উন্নয়নের পক্ষেই মানুষ ভোট দেবেন।”

আরও পড়ুন: Student Death: রাতে বাড়িতে ঢুকল চার ‘পুলিশ’, হঠাৎই তিনতলা থেকে ঝুপ শব্দ! ছাত্রনেতার মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
'১৪০ কোটি ভারতবাসী চায় আসিম মুনিরের মাথা', বিস্ফোরক অগ্নিমিত্রা
'১৪০ কোটি ভারতবাসী চায় আসিম মুনিরের মাথা', বিস্ফোরক অগ্নিমিত্রা
'বাড়িতে ঢুকে মেরে আসা দেখিয়েছেন মোদীজি', বিস্ফোরক অগ্নিমিত্রা
'বাড়িতে ঢুকে মেরে আসা দেখিয়েছেন মোদীজি', বিস্ফোরক অগ্নিমিত্রা
'সব তৈরি', এক রাত আগে বাতিল হল কাশ্মীর ট্যুর
'সব তৈরি', এক রাত আগে বাতিল হল কাশ্মীর ট্যুর
হিন্দু নয়, তাও কেন মারল বিদেশি পর্যটকদের, জানুন
হিন্দু নয়, তাও কেন মারল বিদেশি পর্যটকদের, জানুন
'আর জি কর যেমন ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও হবে'
'আর জি কর যেমন ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও হবে'