AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ‘আমাদের পাড়া’ প্রকল্পে ১৫ দিন আগে রাস্তা সংস্কার, এখন হাল দেখুন

Amader Para Amader Samadhan: যে রাস্তা তৈরির ১৫ দিনের মধ্যে এমন ফেটে চৌচির হয়ে পড়ে, সেই রাস্তা কীভাবে টেকসই হবে তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। বাঁশ দিয়ে হাল্কা চাপ দিতেই রাস্তায় গর্ত তৈরি হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার কারণেই এমন অবস্থা।

Bankura: 'আমাদের পাড়া' প্রকল্পে ১৫ দিন আগে রাস্তা সংস্কার, এখন হাল দেখুন
রাস্তা সংস্কারের কাজে দুর্নীতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 20, 2026 | 2:13 PM
Share

বাঁকুড়া: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাস্তা সংস্কার হয়। ৪ লক্ষ টাকা ব্যয়ে সেই কাজ ১৫ দিন আগেই শেষ হয়েছে। আর ১৫ দিন পর রাস্তার হাল দেখে ফুঁসে উঠলেন স্থানীয় বাসিন্দারা। কংক্রিটের রাস্তা ফেটে চৌচির। দুর্নীতির অভিযোগ তুললেন গ্রামবাসীরা। শাসকদলকে তোপ দেগে কাটমানির কথা বলছে বিজেপি। এই নিয়ে মুখে কুলুপ তৃণমূলের। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন। ঘটনাটি বাঁকুড়ার সোনামুখী ব্লকের। 

সোনামুখী ব্লকের কোচডিহি গ্রাম পঞ্চায়েতের মুসলো গ্রামে সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কংক্রিটের রাস্তা তৈরির জন্য প্রায় ৪ লক্ষ টাকা বরাদ্দ হয়। সেই টাকায় দিন পনেরো আগে গ্রামে কংক্রিটের রাস্তা তৈরি হয়। এখন গ্রামবাসীরা দেখেন, দিন পনেরো আগে তৈরি কংক্রিটের সেই রাস্তায় অসংখ্য ফাটল তৈরি হয়েছে। যে রাস্তা তৈরির ১৫ দিনের মধ্যে এমন ফেটে চৌচির হয়ে পড়ে, সেই রাস্তা কীভাবে টেকসই হবে তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। বাঁশ দিয়ে হাল্কা চাপ দিতেই রাস্তায় গর্ত তৈরি হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার কারণেই এমন অবস্থা।

স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি, ভোটের আগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে আসলে ঘুরপথে সরকারি টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে। আর সেই কাটমানির জন্যেই রাস্তাগুলির এমন হাল হচ্ছে। বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি রাজ্যের শাসকদল তৃণমূল। অন্যদিকে, টেলিফোনে সোনামুখীর বিডিও নীলোৎপল চক্রবর্তী জানিয়েছেন, তিনি কোনও লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।