
বাঁকুড়া: ২০১৯-এর লোকসভা নির্বাচনে একে অপরের হাত ধরাধরি করে লড়াই করেছেন। স্বামী সৌমিত্রর জন্য জীবনপাত করে লড়াই করেছেন সুজাতা মণ্ডল। কিন্তু গত পাঁচ বছরে সম্পর্ক যেমন ছিন্ন হয়েছে তেমনই নির্বাচনের মুখে একে অপরের প্রতিপক্ষ হিসাবে নেমেছেন লড়াইয়ের ময়দানে। প্রচারে একে অপরকে টেক্কা দিচ্ছেন সৌমিত্র ও তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা। দু’পক্ষের মধ্যে বাগযুদ্ধে ক্রমশ উত্তপ্ত হচ্ছে মল্লগড়ের মাটি।
রবিবার সুজাতা মণ্ডল প্রচারে বেরিয়ে কাঠের উনুনে ‘ফুঁ’ দিয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে একযোগে কেন্দ্রের বিজেপি সরকার ও বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে নিশানা করেছিলেন। বলেছিলেন, ‘এই নির্বাচনে ফুঁ দিয়ে বিষ্ণুপুর থেকে বিজেপিকে উড়িয়ে দেবেন। সেই ঘটনায় এবার সুজাতাকে একহাত নিলেন সৌমিত্র খাঁ। বললেন, “সুজাতাদের ফুঁ এর এত জোর যে ফুঁ দিয়ে তাঁরা হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিতে পারেন। আমাদের ফুঁ-এর এত জোর নেই।” সৌমিত্রর এই মন্তব্যে পাল্টা সুজাতার কটাক্ষ, “সৌমিত্র খাঁ কোন ফুঁ এর জোরে এত কোটি কোটি টাকার সম্পত্তি করলেন। এত সম্পত্তির আয়ের উৎস কী?”
প্রচারে বেরিয়ে সুজাতা মণ্ডল কখনো চুল কেটেছেন, কখনো চপ ভেজেছেন আবার কখনো উনুনে ফুঁ দিয়ে বিজেপিকে তোপ দাগছেন। এই ধরনের কাজকে তীব্র কটাক্ষ করে সৌমিত্র খাঁ-র দাবি,বাড়িতে যে কোনওদিন চপ ভাজেনি। সে বাইরে কোথায় চপ ভাজবে,চুল কাটবেন তা নিয়ে আমাদের কোনও মাথাব্যাথা নেই। তাঁর পরাপর্শ সাধারণ ভাবে থাকুন অভিনয় করার প্রয়োজন নেই। মানুষ চাইলে আপনাকে ভোট দেবে।”
সৌমিত্রর এই কটাক্ষের পাল্টা কটাক্ষ করেছেন সুজাতা মণ্ডল। বলেন, “আমি সৌমিত্র খাঁ- প্রতি সমব্যাথী। প্রচারে বেরিয়ে আমি যা করছি তিনি তা নকল করছেন। মানসিক হতাশা থেকেই তিনি তা করে বেড়াচ্ছেন।”
সুজাতা প্রচারে বেরিয়ে সৌমিত্র খাঁ কে কটাক্ষ করে নিজেকে শুভাকাঙ্খী দাবি
করে পরামর্শ দিয়েছেন, যেভাবে দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে তাতে পরবর্তীতে বেশি খরচ হয়ে যেতে পারে। তাই আগে থেকেই প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন। পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি সৌমিত্র খাঁ। তাঁর পাল্টা কটাক্ষ, তৃণমূলের অন্য কেউ প্রার্থী হলে আমি এক লক্ষ ভোটে জিততাম, তিনি প্রার্থী হওয়ায় আমি ৩ লক্ষ ভোটে জিতব।