Sujata Mondal : ‘ক্রমশ প্রকাশ্য’, সুজাতার দুয়ারে কড়া নাড়ছে বসন্ত!
Sujata Mondal : ২০২০ সালের ২১ ডিসেম্বর। সৌগত রায় ও কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan) স্ত্রী সুজাতা মণ্ডল (Sujata Khan)। আর তারপরই সাংবাদিক বৈঠকে কেঁদে ফেলেছিলেন সৌমিত্র।
বাঁকুড়া : সুজাতা মণ্ডল (Sujata Mondal) কী নতুন সম্পর্কে জড়াচ্ছেন? সৌমিত্র খাঁর (Soumitra Khan) সঙ্গে পাকাপাকি বিচ্ছেদের পরই জল্পনাটা উঠতে শুরু করেছিল বিভিন্ন মহল থেকে। এবার সেই জল্পনা নিজেই উস্কে দিলেন সুজাতা মণ্ডল নিজেই। সুজাতা নিজেই বললেন, নতুন সম্পর্কে তিনি জড়াচ্ছেন কিনা তা ক্রমশ প্রকাশ্য। একইসঙ্গে হাসি মুখে বললেন, “ডিভোর্সের পর মুক্ত লাগছে। অনেক হালকা লাগছে। একটা টক্সিক সম্পর্কে থেকে বেরিয়ে আসতে পেরে স্বস্তি লাগছে। আমার জীবনের অর্ধেকেরও বেশি এখনও বাকি। তাই কারও অত্যাচারে বাকি জীবনটা নষ্ট করার থেকে সুস্থ জীবন কাটানো অনেক বেশি দরকার।”
২০১৬ সালের ১ জুলাই বাঁকুড়ার বিষ্ণুপুরের তৎকালীন তৃণমূল (Trinamool Congress) সাংসদ সৌমিত্র খাঁ কে বিয়ে করেন বড়জোড়ার বাসিন্দা সুজাতা মণ্ডল। প্রেম পায় পরিণতি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন সৌমিত্র। বিজেপি তাঁকে ওই লোকসভা কেন্দ্রেই প্রার্থী করে। কিন্তু, দ্বিতীয়বার সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পরই দুজনের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। ২০২০ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন দুজনে। দুজনের সম্পর্ক ছেদের আবেদন গড়ায় আদালতে। তারপর দুজনের সম্পর্কের রসায়ন নিয়ে জোর চর্চা শুরু হয় রাজ্যজুড়ে। স্ত্রীকে হারিয়ে কেঁদেও ফেলেছিলেন সৌমিত্র। অশ্রু ভেজা নয়নে সাংবাদিক বৈঠকে বলেছিলেন “তৃণমূল এত বড় চোর! বালি চুরি করত, কয়লা চুরি করত, গরু চুরি করত, শেষে আমার বউকেও চুরি করল”।
হাসির রোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তারপর দুজনের জীবনে চলেছে নানা ওঠাপড়া। রাজনৈতিক জীবনে এসেছে নানা বদল। সম্প্রতি, আদালত দুজনের বিবাহ বিচ্ছেদে সায় দেয়। এরপর থেকেই সুজাতাকে নিয়ে নতুন জল্পনা তৈরি হতে শুরু করে। সৌমিত্র খাঁর সঙ্গে সম্পর্ক ছেদের পর কী নতুন করে কোনও সম্পর্কে জড়াচ্ছেন সুজাতা? জল্পনায় জল না ঢেলে এতদিন সুজাতা কার্যত তা জিইয়ে রেখেছিলেন।
আজ বাঁকুড়া জেলা আদালত চত্বরে এসে সেই জল্পনাকেই ফের উস্কে দিলেন তিনি। সুজাতার দাবি একটা বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসে এখন অনেকটাই স্বস্তিতে তিনি। নতুন কোনও সম্পর্কে জড়াচ্ছেন কি? সুজাতার উত্তর, ‘তা ক্রমশ প্রকাশ্য’। সুজাতা নিজেই জানিয়েছেন অনেক প্রস্তাব আছে তবে এবার আর কোনও ভুল নয়, তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেওয়াও নয়, আবেগে গা ভাসানো নয়। ভেবেচিন্তে পদক্ষেপ করবেন তিনি। জল্পনাকে আরও উস্কে তাঁর দাবি, “খুব শীঘ্রই কিছু একটা হবে।” অন্যদিকে সৌমিত্র খাঁ টেলিফোনে বলেন, “ওর ব্যাক্তিগত বিষয় নিয়ে কিছু বলব না। কিন্তু, একজন তৃনমূল কর্মী হিসাবে নির্বাচনে টিকিটের জন্য তাঁর মাথা খারাপ হয়ে গিয়েছে।”