AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: শিল্পের জমিতে প্রোমোটিং নয়, বুলডোজার আসতেই গর্জে উঠল তৃণমূল! বিজেপি বলছে…

TMC: শিল্পের ওই জমিতে প্রোমোটিং বরদাস্ত নয়, সেখানে শিল্পই করতে হবে, এই দাবি তুলে এদিন সকাল থেকে আন্দোলনে নামে তৃণমূলের ওন্দা ব্লকের নেতা কর্মীরা। বন্ধ কারখানার গেটে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা।

TMC: শিল্পের জমিতে প্রোমোটিং নয়, বুলডোজার আসতেই গর্জে উঠল তৃণমূল! বিজেপি বলছে…
রাজনৈতিক মহলে চাপাউতোর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 24, 2025 | 1:34 PM
Share

বাঁকুড়া: শিল্পের জমিতে কোনও প্রোমোটিং নয়, শিল্পের জমিতে শিল্পই চাই। এই দাবি তুলে এবার বন্ধ কারখানার গেটে বিক্ষোভ অবস্থান শুরু করল তৃণমূল। শনিবার সকাল থেকে বাঁকুড়ার ওন্দা ব্লকের দেশবাঁধ এলাকায় একটি বন্ধ সার কারখানার সামনে এই বিক্ষোভ অবস্থান শুরু করেন তৃণমূল কর্মীরা। সম্প্রতি ওই বন্ধ কারখানার জমি প্রোমোটিং করার অভিযোগ ওঠে। তারপরেই আন্দোলনে নামার ডাক দেয় তৃণমূল। 

বাঁকুড়ার ওন্দা ব্লকের দেশবাঁধ এলাকায় ৬০ নপম্বর জাতীয় সড়কের ধারে প্রায় সাড়ে তিনশো বিঘা জমি অধিগ্রহণ করে আশির দশকের শেষ দিকে গড়ে ওঠে একটি সার কারখানা। এলাকায় কারখানা হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে এই আশায় অত্যন্ত কম দামে কারখানা কর্তৃপক্ষের হাতে জমি তুলে দিয়েছিলেন স্থানীয় খামারবেড়িয়া, দেশবাঁধ, পুঞ্চা সহ আট থেকে দশটি গ্রামের মানুষ। কারখানা চালু হলে এলাকার কয়েকশো মানুষের কাজও মেলে। কিন্তু এক দশক যেতে না যেতেই বিভিন্ন কারণে সেই কারখানার গেটে তালা পড়ে। দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে থাকা কারখানা থেকে চুরি হয়ে যায় যন্ত্রপাতি। মাটিতে মিশে যায় কারখানার বিশাল সীমানা পাঁচিল। ঝোপঝাড়ে ঢাকা পড়ে যায় পরিত্যাক্ত কারখানা চত্বর। কিন্তু, সম্প্রতি ওই কারখানা চত্বরে গজিয়ে ওঠা ঝোপঝাড় বুল ডোজার দিয়ে পরিস্কার করার কাজ শুরু হয়। আর তাতেই সন্দেহ বাড়ে স্থানীয়দের। 

স্থানীয়দের একাংশের দাবি, বেশি মুনাফার লোভে বন্ধ কারখানার ওই জমি প্লট করে প্রোমোটিং করার চেষ্টা চালাচ্ছে বর্তমান জমির মালিক। বিষয়টিতে শাসক যোগের অভিযোগে সরব হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হতে না হতেই মাঠে নামে তৃণমূল কংগ্রেস। তড়িঘড়ি শুরু হয়ে যায় আন্দোলন।  

শিল্পের ওই জমিতে প্রোমোটিং বরদাস্ত নয়, সেখানে শিল্পই করতে হবে, এই দাবি তুলে এদিন সকাল থেকে আন্দোলনে নামে তৃণমূলের ওন্দা ব্লকের নেতা কর্মীরা। বন্ধ কারখানার গেটে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। বন্ধ কারখানা চত্বরে ঝোপঝাড় পরিস্কারের কাজে ব্যবহৃত বুল ডোজারকেও ফিরিয়ে দেওয়া হয়। তৃনমূলের ওন্দা ব্লক সভাপতি উত্তম কুমার বীট স্পষ্টতই বলছেন, শিল্পের জমিতে কোনওভাবেই এই প্রোমোটিং বরদাস্ত করা হবে না।