AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident: বেহাল রাস্তার বলি গ্রামের যুবক, আহত আরও ৬! লক্ষ লক্ষ টাকা এলেও কেন হচ্ছে না সংস্কার? পথ অবরোধ গ্রামবাসীদের

Road Accident: বৃহস্পতিবার রাতে ইন্দাস ব্লক্রর পাতালদিঘি বিহার গ্রাম থেকে একটি ট্রাক্টরে চড়ে ১২ থেকে ১৪ জন স্থানীয় বাসিন্দা গয়লাপুকুর গ্রামে জলসা দেখতে দিয়েছিলেন। জলসা দেখে রাত দেড়টা নাগাদ ফেরার সময় ঘটে দুর্ঘটনা।

Road Accident: বেহাল রাস্তার বলি গ্রামের যুবক, আহত আরও ৬! লক্ষ লক্ষ টাকা এলেও কেন হচ্ছে না সংস্কার? পথ অবরোধ গ্রামবাসীদের
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 04, 2025 | 4:54 PM
Share

ইন্দাস: এবার বেহাল রাস্তার বলি হল স্থানীয় এক বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার ভুরবান্দি এলাকায়। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত রাস্তা মেরামতির দাবিতে ইন্দাসের স্থানীয় সাহসপুর বাজারে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভও দেখান এলাকার বাসিন্দারা। 

বাঁকুড়ার ইন্দাস ব্লকের ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীদের দাবি রাস্তার অবস্থা এমন যে যাতায়াত করতে হচ্ছে একেবারে প্রাণ হাতে নিয়ে। এদিকে পথশ্রী প্রকল্পে ওই রাস্তা পাকা করার জন্য প্রায় এক কোটি ৩২ লক্ষ টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। পড়েছে পথশ্রী প্রকল্পের বোর্ডও। কিন্তু রাস্তার অবস্থার কোনও বদল হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ফলে বেহাল রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হন আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ। 

এই রাস্তাতেই ঘটল বড়সড় দুর্ঘটনা। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ইন্দাস ব্লক্রর পাতালদিঘি বিহার গ্রাম থেকে একটি ট্রাক্টরে চড়ে ১২ থেকে ১৪ জন স্থানীয় বাসিন্দা গয়লাপুকুর গ্রামে জলসা দেখতে দিয়েছিলেন। জলসা দেখে রাত দেড়টা নাগাদ ফেরার সময় ঘটে দুর্ঘটনা। আচমকাই ভুরবান্দি গ্রাম সংলগ্ন বেহাল রাস্তায় ট্রাক্টরটি উল্টে যায়। ঘটনায় শেখ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়। আহত হন আরও ৬ যাত্রী। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তারপর থেকেই ক্ষোভের বাতাবরণ এলাকায়। এদিন রাস্তাটি পাকা করার দাবিতে সাহসপুর গ্রামের কাছে পথ অবরোধ শুরু করেন এলাকার বাসিন্দারা। যদিও শেষ পর্যন্ত পুলিশের অবরোধে উঠে যায় অবরোধ।