AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি কি সারাজীবন যুব মোর্চা করব?’ ৪১ বছরের সৌমিত্রের মন্তব্য ঘিরে নয়া জল্পনা

BJP MP Soumitra Khan: 'বয়স পেরিয়ে গেলে এমনিতেই যুব মোর্চার পদ ছেড়ে দিতে হয়, এটা নতুন কিছু নয়। আমি কি সারা জীবন যুব মোর্চা করব?'

'আমি কি সারাজীবন যুব মোর্চা করব?' ৪১ বছরের সৌমিত্রের মন্তব্য ঘিরে নয়া জল্পনা
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 4:45 PM
Share

বাঁকুড়া: ‘বয়স পেরিয়ে গেলে এমনিতেই যুব মোর্চার পদ ছেড়ে দিতে হয়, এটা নতুন কিছু নয়। আমি কি সারা জীবন যুব মোর্চা করব?’ বিজেপি (BJP)-র তরফে রাজ্য যুব মোর্চার সভাপতির পদ থেকে তাঁকে সরানোর তোড়জোড়ের মাঝে ফের মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan)।

রবিবার বিষ্ণুপুর শহরের একটি বেসরকারী লজে দলের সাংগঠনিক সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাগঢাক না রেখে ৪১ বছর বয়সী সাংসদ। একই সঙ্গে শুভেন্দু-সৌমিত্র সাম্প্রতিক দ্বৈরথ নিয়েও তাঁর দাবি, ‘কোনও রাগ নেই। তবে রাজনীতিতে রাগ-অভিমান চলে, আবার রাজনীতি-কূটনীতিও চলে।’

প্রসঙ্গত, গত বুধবার যখন বাংলা থেকে নতুন মন্ত্রী হতে চলা চার সাংসদ প্রধানমন্ত্রীর ক্লাস নিচ্ছেন, তখন দুপুরে সোশ্যাল মিডিয়ার কার্যত বোমা ফাটান সৌমিত্র। জানান, তিনি ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছেড়ে দিচ্ছেন। তার পর সন্ধ্যায় অবশ্য বিদ্রোহ থামে। জানান, পদত্যাগ ফিরিয়ে নিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে। ফেসবুকে তিনি জানিয়েছিলেন যে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের নির্দেশেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। শুভেন্দু তা সিরিয়াসলি না নিলেও দিলীপ বলেছিলেন, মন্ত্রী হওয়ার আশা থেকেই এমন মন্তব্য করেছেন সৌমিত্র। এই প্রেক্ষিতে সৌমিত্রের এহেন মন্তব্য রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি ‘অন্য গাছের ছাল’ বলেছিলেন। কারও নাম না করলেও তাঁর নিশানা যে ছিল সৌমিত্র, রাজীব ব্যানার্জিদের দিকে তা বোঝাই যায়। আর এদিন এপ্রসঙ্গে সৌমিত্র খাঁকে প্রশ্ন করা হলে তাঁর বক্তব্য, ‘দুধ জলে মিশে গেলে কি জলটাকে আলাদা করা যায়!’

প্রসঙ্গত, এরকমই একটি ফেসবুক পোস্ট করেছিলেন সৌমিত্র। এদিন আবার বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে আত্মবিশ্বাসী সৌমিত্র খাঁ জানিয়ে দেন, ‘বিধানসভায় বিষ্ণুপুরে ৫-১ করেছি। এবার পঞ্চায়েত ভোটে তাঁরা তৃণমূলকে ‘শূন্য’ করতে চান বলেই দাবি করেন।’ আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় গৃহনির্মাণ তৃণমূল নেতার! প্রতিবাদ দলের সতীর্থদের