AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ভরসা পেলাম, আপনার শক্তিশালী কন্ঠ মন ছুঁয়ে গেল’, মমতাকে চিঠি অমর্ত্য সেনের

তিনি লেখেন, "আপনার শক্তিশালী কন্ঠ, যা ঘটছে তা নিয়ে আপনার উপলব্ধি, আমার কাছে শক্তি উৎসস্বরূপ।"

'ভরসা পেলাম, আপনার শক্তিশালী কন্ঠ মন ছুঁয়ে গেল', মমতাকে চিঠি অমর্ত্য সেনের
মমতাকে চিঠির উত্তর দিলেন অমর্ত্য সেন
| Updated on: Dec 28, 2020 | 5:03 PM
Share

বীরভূম: বিশ্বভারতীর জমি বিতর্কে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। চিঠিতে লিখলেন, ‘আপনার সমর্থনে ভরসা পেলাম’।

মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে অমর্ত্য সেন লেখেন, “আপনার সমর্থনের কথা জানতে পেরে আমি খুবই খুশি। আপনার চিঠি শুধুমাত্র আমার মনকেই স্পর্শ করেনি, আমাকে আশ্বস্তও করেছে।” চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেছেন অমর্ত্য সেন। তিনি লেখেন, “আপনার শক্তিশালী কন্ঠ, যা ঘটছে তা নিয়ে আপনার উপলব্ধি, আমার কাছে শক্তি উৎসস্বরূপ।”

ঘটনাচক্রে সোমবারই অমর্ত্য সেনের বাড়ির একেবারে কাছে বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ওই চিঠির প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় উত্থাপিত করেন। বলেন, “বহিরাগতরা কিছুই জানে না বিশ্বভারতী সম্পর্কে। অমর্ত্য সেন বাংলার গর্ব। টার্গেট করা হচ্ছে। সবচেয়ে বড় টার্গেট আমি নিজে। শুধু অমর্ত্য দা নয়, আরও অনেকে আছেন।”

আরও পড়ুন: বিশ্বভারতীর কাছে রাস্তা ফেরত নিল রাজ্য সরকার

উল্লেখ্য, শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’র জমি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এরপরই নোবেলজয়ী অর্থনীতিবিদকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “বিশ্বভারতীর কিছু নব্য হানাদার সম্প্রতি আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তুলতে শুরু করেছে।” চিঠিতে ‘অমর্ত্য দা’ বলে উল্লেখ করে এই লড়াইয়ে পাশে থাকার বার্তা দেন মমতা। চিঠির শেষে প্রণাম জানিয়ে এও উল্লেখ করেন, ‘অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে আমাকে আপনার বোন ও বন্ধু হিসাবে গণ্য করুন।’