Rampurhat Medical College: হস্টেলের খাবার খেতেই বমি, ১৫০ স্কুল পড়ুয়াকে আনা হল মেডিক্যাল কলেজে
Rampurhat Medical College: সূত্রের খবর, ঝাড়খণ্ডের পাকুর জেলার ঝরিয়া এলাকায় রয়েছে একটি বেসরকারি ইংরাজি মাধ্যমের আবাসিক স্কুল। বুধবার রাত্রিবেলা হস্টেল আবাসিকদের রাত্রিবেলার খাবার দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই খাবার খাওয়ার পরই বেশিরভাগ পড়ুয়া অসুস্থ হয়ে বমি করতে শুরু করে। শুধু তাই নয়, অসুস্থও হয়ে পড়ে বেশ কয়েকজন।

বীরভূম: রাতের খাবারে নাকি ছিল টিকটিকির পা। যা দেখে চিৎকার জুড়ে দেয় খুদেরা। আতঙ্ক গ্রাস করে তাদের। তারপর থেকেই অসুস্থ একের পর এক। তবে অভিভাবকদের দাবি হস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়েছে একটি স্কুলের এই দেড়শো জন পড়ুয়া। ঝাড়খণ্ডের একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করে তারা। প্রত্যেককে চিকিৎসার জন্য নিয়ে হয়েছে রামপুরহাট গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। অধিকাংশকেই ভর্তি নেওয়া হয়েছে।
সূত্রের খবর, ঝাড়খণ্ডের পাকুর জেলার ঝরিয়া এলাকায় রয়েছে একটি বেসরকারি ইংরাজি মাধ্যমের আবাসিক স্কুল। বুধবার রাত্রিবেলা হস্টেল আবাসিকদের রাত্রিবেলার খাবার দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই খাবার খাওয়ার পরই বেশিরভাগ পড়ুয়া অসুস্থ হয়ে বমি করতে শুরু করে। শুধু তাই নয়, অসুস্থও হয়ে পড়ে বেশ কয়েকজন।
এরপরই স্কুলের পক্ষ থেকে দ্রুত তাদের নিয়ে আসা হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসা করা হচ্ছে তাদের। স্কুলের শিক্ষক ক্রিসটিফান মুর্মু বলেন, “আসলে খাবারের মধ্যে একটা বাচ্চা টিকটিকির পা দেখতে পায়। সেটা দেখার পর ভয়ে চিৎকার করতে শুরু করে। অন্যরাও ভয় পেয়ে অসুস্থ হয়ে যায়। প্রায় দেড়শো জনের কাছাকাছি অসুস্থ রয়েছে।”
