Anubrata Mondal Arrested: জমি দান করেছিলেন দলকে, দলিলে জ্বলজ্বল করছে ‘কেষ্টর’ নাম, রাতারাতি বদল কীভাবে?
Birbhum: নানুরের যে কৃষক পরিবার জমি দান করেছিলেন তাঁদের কাছে পৌঁছে গিয়েছিল টিভি ৯ বাংলা। পরিবারের সদস্যদের বক্তব্য, তাঁরা জমি দিয়েছিলেন দলকে।
নানুর: তৃণমূলের দলীয় কার্যলয় নির্মাণের জন্য প্রায় সাড়ে ৮ শতক জমি দান হয়েছিলেন। ২০১৫ সালে এই জমি দান করেছিলেন ১৭ জন সদস্যের এক কৃষক পরিবার। তবে সেই জমির দলিল প্রকাশ্যে আসতেই জন্ম হল নতুন বিতর্কের। জমির মালিকের নাম অনুব্রত মণ্ডল। পাশাপাশি দলিলে উল্লেখ করা হয়েছে অনুব্রত মণ্ডলের সাংগঠনিক পদও (তৃণমূল জেলা সভাপতি, বীরভূম) আর এখানেই প্রশ্ন, ২০১৫ সালে মাত্র ২ লক্ষ টাকার বিনিময়ে যে জমির দানপত্র তৈরি হয়েছে, সেখানে কেন অনুব্রতর নাম উল্লেখ? কেন বীরভূম জেলা তৃণমূলের নামে দানপত্র নয়? কেনই বা নামের সঙ্গে উল্লেখ করা হল দলীয় পদও? তাহলে কি উন্নয়নের নামে জবরদখল, উঠছে প্রশ্ন।
নানুরের যে কৃষক পরিবার জমি দান করেছিলেন তাঁদের কাছে পৌঁছে গিয়েছিল টিভি ৯ বাংলা। পরিবারের সদস্যদের বক্তব্য, তাঁরা জমি দিয়েছিলেন দলকে। হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের। দলিলে নাম বদল হয়ে গিয়েছে তা জানতেই পারেননি জমিদাতারা।
কী বলছেন জমিদাতা?
জমিদাতা মণ্ডল পরিবারের এক সদস্য বলেন, ‘পার্টি অফিস করার জন্য জায়গা দিয়েছিলাম। দলকে দিয়েছিলাম। কারোর নামে দিইনি।’ আরও এক সদস্য বলেন, ‘আমাদের বলা হয়েছিল। আমরা বিনামূল্যে দান করেছিলাম। যারা শরিক রয়েছে সবাই তো একমত হবেন না। কেউ-কেউ হয়ত টাকা নিয়েছেন। আমরা অনুব্রত মণ্ডলকে জমি দিইনি। দলকে ভালবেসে দিয়েছিলাম। তবে পরবর্তীকালে কী হবে আমরা বুঝব কী করে।’
এই বিষয়ে তৃণমূল নেতা রামপ্রসাদ বলেন, ‘যিনি জমি দান করেছেন আমার কাকা। এই জায়গাটা এক সময় ব্যবহারের অযোগ্য ছিল। তৃণমূলের অনেক নেতা এসে জমি চাইল। দিলাম। এরপর পার্টি অফিস হয়। অনুব্রত মণ্ডলকে মালিক বলা যাবে না। দলিলে হয়ত ভুল হয়েছে। তখন দলের পার্টি অফিসের দরকার ছিল। সেই জন্য দিয়েছিলাম’