Bangladesh Couple: ছেলের মুখে অন্নটুকুও তুলতে দিল না বাংলাদেশ! ভারতে হাঁফ ছাড়লেন দম্পতি
Bangladesh Couple: শিশুর বাবা কৃষ্ণেন্দু বেরা এরাজ্যের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী। মা শিপ্রারানি সরকারের বাড়ি বাংলাদেশের ঢাকায়।

বাংলাদেশ: সন্তানের মুখে ভাত দিতে সীমান্ত পেরিয়ে এপার বাংলায় হাজির বাংলাদেশি দম্পতি। বাংলাদেশে অনুষ্ঠান করলে যে কোনও সময় আক্রান্ত হওয়ার ভয় ছিল বলেই দাবি করছেন তাঁরা। বীরভূমের গুরুকুল নাট্য আশ্রমে আশ্রয় নিয়েছেন বাংলাদেশি দম্পতি। এপারে এলেও নিজেদের নাম গোপন রাখতে চেয়েছেন তাঁরা।
অভিযোগ, ওই পরিবারের সদস্যদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে। তারপর আর ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান করার সাহস পাননি তাঁরা। ওই দম্পতির দাবি, বাংলাদেশে অনুষ্ঠান করলে যে কোনও সময় মৌলবাদীদের হাতে আক্রান্ত হওয়ার ভয় রয়েছে।
রবিবার ছোট্ট ভাগ্নের মুখে ভাত তুলে দিলেন মামা প্রবীর কুমার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মসচিব। অশান্ত পরিস্থিতির কারণেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পদ্মশ্রীপ্রাপ্ত শিল্পী রতন কাহার। ‘গুরুকুল নাট্য আশ্রমে’ হল সেই অনুষ্ঠান।
শিশুর বাবা এরাজ্যের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী। মা বাড়ি বাংলাদেশের ঢাকায়। তিনি পেশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক। প্রায় আড়াই বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের একমাত্র পুত্রসন্তান বাংলাদেশের নাগরিক।
শিশু বাবা বলেন, “বাংলাদেশে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত থেকে আত্মীয়রাও যেতে পারবেন না।” তবে বীরভূমে অন্নপ্রাশন করতে পেরে খুশি ওই দম্পতি।





