Birbhum: জলের দরে ৪৫০ বিঘা জমি কিনে ফেলেছিলেন বিভাস, পড়ে আছে সেই রাজত্ব
Birbhum: যে সময় ওই জমি কেনা হয়, তখন বিঘা প্রতি এক লক্ষ দশ হাজার টাকা দাম ছিল। দেওয়া হয়েছিল মাত্র ৩০ থেকে ৩৫ হাজার টাকা।

বীরভূম: ভুয়ো থানা-কাণ্ডে সদ্য ধরা পড়েছেন বিভাস অধিকারী। এর আগে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে প্রথম শোনা গিয়েছিল তাঁর নাম। আর এবার হাতেনাতে ধরেছে পুলিশ। নয়ডা থেকে ধরা পড়লেও বাংলায় রয়েছে সেই বিভাসের বিরাট জমিদারি।
বীরভূমের হরিপুর গ্রামে রয়েছে বিভাস অধিকারীর বিশাল রাজত্ব। প্রায় ৪৫০ বিঘা জমির উপর বানানো হয়েছে আশ্রম। ওই জমিতে কাজ চলছে হাসপাতাল তৈরির। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খুব কম দাম দিয়ে জমি কেনা হয়েছে। তাদের কাছ থেকে জোর করে ওই জমি নেওয়া হয়েছে বলেও অভিযোগ করছেন বাসিন্দারা।
যে সময় ওই জমি কেনা হয়, তখন বিঘা প্রতি এক লক্ষ দশ হাজার টাকা দাম ছিল। দেওয়া হয়েছিল মাত্র ৩০ থেকে ৩৫ হাজার টাকা। অনেকের অভিযোগ, জমি নিয়ে নেওয়ার পর টাকাও দেওয়া হয়নি তাঁদের। যদিও বিভাস অধিকারীর ভয়ে মুখ খুলতে পারছেন না অনেকেই। কেন এত ভয়? উত্তরে অনেকেই বলছেন, ‘নেতা-মন্ত্রীদের সঙ্গে ওঠাবসা ছিল, কী বলব আমরা!‘ জোর করে জমি লিখিয়ে নেওয়ার পর গ্রামবাসীদের ভয় দেখানো হত, এমনটাও অভিযোগ উঠেছে।
বিভাস অধিকারী গ্রেফতার হওয়ার পর সেই সাম্রাজ্য এখন জনশূন্য। দেখাশোনা করার মতো কেউ নেই। লোকজন পালিয়ে গিয়েছে।
এদিকে, বিভাসের জাল থানার কর্মকাণ্ড কলকাতা শহরেও ছড়িয়ে পড়েছিল বলে অনুমান করা হচ্ছে। এবার সেই ‘ওসি’ বিভাসকে নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য়। জানা যাচ্ছে, রাজ্য সরকার পোষিত সংস্থার ডিরেক্টর ছিলেন এই বিভাস। নয়ডা পুলিশের হাতে এসেছে এই তথ্য।
