AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: বাঁশ-লাঠি-লোহার রড নিয়ে কেষ্ট-কাজল অনুগামীদের সংঘর্ষ, চলল ইটবৃষ্টি, তপ্ত সিউড়ি

Birbhum: ওই গ্রামের এক পক্ষ অনুব্রত মণ্ডলের অনুগামী, আরেক পক্ষ কাজল শেখের অনুগামী। তাঁদের মধ্যে একাধিক ইস্যুতে এর আগেও ঝামেলা হয়েছে। সোমবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জানা যাচ্ছে, গ্রামের রাস্তাতেই একে অপরের উদ্দেশে কটূক্তি করা নিয়ে সূত্রপাত।

Birbhum: বাঁশ-লাঠি-লোহার রড নিয়ে কেষ্ট-কাজল অনুগামীদের সংঘর্ষ, চলল ইটবৃষ্টি, তপ্ত সিউড়ি
সংঘর্ষের মুহূর্তের ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 10, 2025 | 1:59 PM
Share

বীরভূম: এবার আর বাদানুবাদ নয়, সরাসরি সংঘর্ষ। তৃণমূলের দুই গোষ্ঠী, কেষ্ট-কাজল অনুগামীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত সিউড়ি। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। একে অপরকে লক্ষ্য করে ইটও ছোড়ে। এলাকায় চলতে থাকে বেপরোয়া ইটবৃষ্টি। উত্তপ্ত সিউড়ির ২ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম। এখনও পর্যন্ত এই ঘটনা চার জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের এক পক্ষ অনুব্রত মণ্ডলের অনুগামী, আরেক পক্ষ কাজল শেখের অনুগামী। তাঁদের মধ্যে একাধিক ইস্যুতে এর আগেও ঝামেলা হয়েছে। সোমবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জানা যাচ্ছে, গ্রামের রাস্তাতেই একে অপরের উদ্দেশে কটূক্তি করা নিয়ে সূত্রপাত। এরপর রাস্তায় পড়ে থাকা ইটের টুকরো ছুড়তে থাকে একে অপরের দিকে। তাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

দুই পক্ষের বহু অনুগামী এলাকায় জড়ো হয়ে যান। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে একে অপরের ওপর হামলা শুরু করে। এলাকার একাধিক বাড়িতে ভাঙচুরও করা হয়। গ্রামের এক বয়স্ক মহিলা, যাঁর বাড়িতে ভাঙচুর চলেছে, তিনি বলেন, “আমি বাড়ির ভিতর রান্না করছিলাম। হঠাৎ বাইরে চিৎকার চেঁচামেচি। তারপর শুনতে পাই, আমার বাড়ির বাইরে দরজা লাঠি দিয়ে বেদম পেটানো হচ্ছে। বেধড়ক মারে দরজার একপাশ ভেঙে গিয়েছে। ইটও ছোড়া হয়। কিন্তু কী থেকে কী হয়েছে, কিছুই বলতে পারব না।”

আরেক মহিলা অবশ্য বললেন, “টোন কাটাকাটি নিয়েই ঝামেলা হচ্ছিল শুনেছি। কিন্তু তা থেকেই যে কত বড় হয়ে গেল, কী বলব।” এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে আটক করেছে পুলিশ। তাঁদেরই একজন বললেন, “বুঝতে পারছি না, আমায় কেন তুলে নিল, আমি তো দোকান খুলতে গিয়েছিলাম। দোকান খুলছিলাম, আমাকে তুলে নিল।”

বীরভূমের মাটিতে কান পাতলে শোনা যায়, শাসকদলের মধ্যে সমান্তরাল দুটি ভাগ রয়েছে। একপক্ষ কাজল শেখকে সমর্থন করেন, আরেক পক্ষ অনুব্রত মণ্ডলকেই। কাজল বনাম কেষ্টর একাধিক খবর সামনে আসে, এবার একেবারে খোলা ময়দানে দুই পক্ষের অনুগামীরা।