Birbhum: উল্টোরথের দিন বড় ঘটনা, শিবঠাকুরের ছবি সরাতেই যা এল…চোখ কপালে পুলিশেরও
Birbhum: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বহরমপুর থেকে একটি বেসরকারি বাসে তিনজন যাত্রী রামপুরহাট এসেছিল। সেই সময় সূত্র মারফত খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে একটি ব্যাগ আটক করে।

বীরভূম: শনিবার উল্টোরথ। রাজ্যজুড়ে হইহই করে পালিত হচ্ছে। কিন্তু সেই সময় বীরভূমে যা ঘটল। তাতেই চোখ কপালে ওঠার জোগাড় পুলিশের। একটি ব্যাগে ছিল শিবের ছবি। অন্য আর একটি ব্যাগে ছিল লক্ষ্মী-গণেশের ছবি। তবে সেখানে শুধুই দেব-দেবীর ছবিই ছিল না। ছিল গাঁজা। দেবদেবীর ছবির আড়ালে গাঁজা পাচার করার সময় হাতে নাতে ধরা পড়ে গেল তৃণমূল কংগ্রেসের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের এক সদস্য সহ তিনজন। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে।
ধৃতদের নাম লালন শেখ, রবিউল শেখ ও পরিমল সরকার। তাঁরা বীরভূমের রামপুরহাট থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য। শনিবার ধৃতদের কাছ থেকে প্রায় ১৭ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করেছে রামপুরহাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বহরমপুর থেকে একটি বেসরকারি বাসে তিনজন যাত্রী রামপুরহাট এসেছিল। সেই সময় সূত্র মারফত খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে একটি ব্যাগ আটক করে। সেই ব্যাগে বেশ কিছু দেবদেবীর ফটো ফ্রেম ছিল। তার আড়ালে লুকিয়ে রাখা ছিল গাঁজা। এরপরই পুলিশ তিনজনকে গ্রেফতার করে। এ প্রসঙ্গে টিভি ৯ বাংলার প্রতিনিধি জেলা তৃণমূলের প্রতিনিধি বিকাশ রায় চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন তোলেননি

