Student committed Suicide: প্রেমিকার মন অন্যত্র, পর পুরুষের সঙ্গে বেড়েছে ঘনিষ্ঠতা, বিষয়টা বুঝেই নিজেকে ‘মুক্তি’ দিল প্রেমিক
Boyfriend committed suicide: বীরভূমের সিউড়ি পুরসভার সাজানো পল্লী এলাকার বাসিন্দা সুব্রত দাস। পরিবার সূত্রে খবর, একই ক্লাসের এক কিশোরীর সঙ্গে সুব্রত প্রেমের সম্পর্ক ছিল। যদিও সম্প্রতি সেই সম্পর্কে দূরত্ব তৈরি হতে থাকে।

সিউড়ি: দু’জনই পড়ে একাদশ শ্রেণিতে। তাদের মধ্যেই গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কেই ধরছিল ভাঙন। আর তা মেনে নিতে পারেনি ছেলেটি। তারপরই চরম সিদ্ধান্ত। নিজেকেই শেষ করে দিল ওই কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে।
বীরভূমের সিউড়ি পুরসভার সাজানো পল্লী এলাকার বাসিন্দা সুব্রত দাস। পরিবার সূত্রে খবর, একই ক্লাসের এক কিশোরীর সঙ্গে সুব্রত প্রেমের সম্পর্ক ছিল। যদিও সম্প্রতি সেই সম্পর্কে দূরত্ব তৈরি হতে থাকে। ছেলেটির পরিবারের দাবি, সম্প্রতি মেয়েটি অন্য এক যুবকের প্রতি টান অনুভব করেছিলেন। সেইটাই বুঝে যায় সুব্রত।
ঘটনায় আত্মহত্যার পথ বেঁছে নেন ওই কিশোর। গতকাল বিকালে বাড়ির উপরতলায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় বলে পরিবারের দাবি। ঘটনায় মৃত কিশোরের প্রেমিকার ভূমিকায় প্রশ্ন তুলে ধরেছে সকলেই। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। যদিও বুধবার দুপুর অবধি কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। মৃতের আত্মীয় বলেন, “কাকু দুপুরে খাওয়ার পর বাড়ির উপরে যান। সেই সময় ঝড় ওঠে। দরজা জানালা বন্ধ করার জন্যই উপরে গিয়েছিলেন। তখনই দেখেন গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে ভাই। আমরা জানতে পেরেছি, ওই মেয়েটির এখন অন্যত্র প্রেম ছিল। সেটা বুঝতে পেরেছিল। তাই সহ্য করতে পারেনি। ছেলেটা একটা সুইসাইড নোট লিখেছে। সেটা থেকেই সবটা জানতে পারি।”

