Birbhum Poster: পঞ্চায়েত সদস্য ও সিভিক ভলান্টিয়রের বাড়ি মজুত বেআইনি কয়লা?
Birbhum Poster: যে বা যাঁরা এই পোস্টার ফেলেছেন তাঁদের অভিযোগ, যশপুর পঞ্চায়েতের সদস্যা আলেয়া বিবি ও তাঁর পরিবারের আত্মীয়দের বাড়িতে হাজার হাজার টন কয়লা মজুত রয়েছে। কিন্তু পুলিশ চুপ। এমনকী দুবরাজপুর থানার সিভিক ভলান্টিয়র মিজানুর রহমান ব-কলমে কয়লা মজুতের কাজ করছেন।
বীরভূম: আবার বীরভূমে পড়ল পোস্টার। তৃণমূল নেতা ও সিভিক ভলান্টিয়রের বাড়িতে নাকি মজুত রয়েছে কয়লা। এই পোস্টার পড়াকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের। তবে কে বা এই পোস্টার ফেলেছে তা জানতে পারা যায়নি।
যে বা যাঁরা এই পোস্টার ফেলেছেন তাঁদের অভিযোগ, যশপুর পঞ্চায়েতের সদস্যা আলেয়া বিবি ও তাঁর পরিবারের আত্মীয়দের বাড়িতে হাজার হাজার টন কয়লা মজুত রয়েছে। কিন্তু পুলিশ চুপ। এমনকী দুবরাজপুর থানার সিভিক ভলান্টিয়র মিজানুর রহমান ব-কলমে কয়লা মজুতের কাজ করছেন। পরতপুর গ্রামে ওই সিভিক ভলান্টিয়রের মামা শেখ আফ্সার তাঁর বাড়িতে কয়েক টন কয়লা মজুত করে রেখেছেন। এরপরও কাউকে গ্রেফতার করা হয়নি।
পরিমল সাউ নামে যশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, “এই পোস্টার কারা দিয়েছে বলতে পারব না। আমি দলের উচ্চ-নেতৃত্বকে জানিয়েছি। দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। এলাকার দুষ্কৃতী করছে এই সব কাজ। নিশ্চয় কোনও উদ্দেস্যে রয়েছে। সেই কারণে করছে।”