Birbhum: কেষ্ট অনুগামীদের মারধরের অভিযোগ কাজল অনুগামীদের বিরুদ্ধে, প্রকাশ্যে কোন্দল
Birbhum: নানুর থানার তাখোড়া গ্রামে জাফু শেখ নামে এক তৃণমূল কর্মী কেষ্ট অনুগামী। তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। অন্যদিকে পাশের গ্রাম হারমুরের ডাব্লুউ শেখকেও বেধড়ক মারধর করা হয়েছে। জখম দুই তৃণমূল কর্মীকে আনা হচ্ছে বোলপুর মহকুমা হাসপাতালে।

বীরভূম: পুলিশ অফিসারকে গালিগালাজ করার বিতর্কিত অডিয়ো ক্লিপ ভাইরালের মাঝেই এবার বীরভূমের নানুরে দুই কেষ্ট অনুগামী তৃণমূল কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ কাজল অনুগামীদের বিরুদ্ধে। জখম অনুব্রত অনুগামীদের নিয়ে আসা হচ্ছে বোলপুর মহকুমা হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, নানুর থানার তাখোড়া গ্রামে জাফু শেখ নামে এক তৃণমূল কর্মী কেষ্ট অনুগামী। তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। অন্যদিকে পাশের গ্রাম হারমুরের ডাব্লুউ শেখকেও বেধড়ক মারধর করা হয়েছে। জখম দুই তৃণমূল কর্মীকে আনা হচ্ছে বোলপুর মহকুমা হাসপাতালে।
আক্রান্ত দুজনের বক্তব্য, তাঁদের ওপর চাপ তৈরি করা হচ্ছিল, বোলপুরে থাকতে গেলে কেষ্ট অনুগামী হয়ে দল করা যাবে না। অভিযোগ, কাজল অনুগামীরাই তাঁদের ওপর চাপ তৈরি করছেন। যদিও কাজল অনুগামীরা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, “আমাদের কালিমালিপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।” এলাকায় উত্তেজনা, পুরো ঘটনার তদন্তে নানুর থানার পুলিশ। স্থানীয় এক তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “যে অভিযোগ করছে, তাঁকে আমরা চিনি না।” এবিষয়ে তৃণমূলের তরফ থেকে এর থেকে বেশি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





