AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolpur: শান্তিনিকেতনে ভাঙা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, তৈরি হবে বহুতল?

Bolpur: জানা গিয়েছে, অবনীন্দ্রনাথের বাড়ি ভেঙে তৈরি করা হবে বহুতল। প্রোমোটার ইতিমধ্যেই সেই কাজ শুরু করেছে। তবে বোলপুরবাসীর একাংশের বক্তব্য, এভাবেই কি কবির স্বাদের শান্তিনিকেতন ঠিকাদার, জমি হাঙরদের দখলে চলে যাবে?

Bolpur: শান্তিনিকেতনে ভাঙা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, তৈরি হবে বহুতল?
ভাঙা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 19, 2025 | 5:46 PM
Share

বোলপুর: হরিয়ে যাচ্ছে সংস্কৃতি? ভেঙে ফেলা হচ্ছে প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। যা নিয়ে ক্ষোভ, আক্ষেপ সকলের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য ছিলেন। তাঁর ছেলে অলকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি করেছিলেন। সেই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন অবনীন্দ্রনাথ। তাঁর নামানুসারেই শান্তিনিকেতনের ওই জায়গার নাম হয় ‘অবনপল্লী’। সেই ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত ‘আবাস’ নামক বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে।

জানা গিয়েছে, অবনীন্দ্রনাথের বাড়ি ভেঙে তৈরি করা হবে বহুতল। প্রোমোটার ইতিমধ্যেই সেই কাজ শুরু করেছে। তবে বোলপুরবাসীর একাংশের বক্তব্য, এভাবেই কি কবির স্বাদের শান্তিনিকেতন ঠিকাদার, জমি হাঙরদের দখলে চলে যাবে? বাড়ি ভাঙার ঘটনায় প্রতিক্রিয়া মেলেনি বিশ্বভারতী কর্তৃপক্ষের। যেহেতু এই বাড়ির সঙ্গে বিশ্বভারতীর কোনও যোগ নেই, বাড়িটি একটি মালিকানাধীন। সেই কারণে বিশ্বভারতীর পক্ষ থেকে কেউ বক্তব্য দেননি।

বিশ্বভারতীর রবীন্দ্রভবনের সঙ্গে যুক্ত এক কর্মী নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন,”যাতায়াতের পথে দেখেছি পুরনো শান্তিনিকেতনের ধাঁচে তৈরি বাড়ি। সম্ভবত সেখানে কেউ থাকতেন। তবে বাড়ির নাম ফলকে অবনীন্দ্রনাথের হাতে লেখা রয়েছে। মালিকানা বদলের আগেই দেখেছি নাম বদল হয়েছে। অবনীন্দ্রনাথ তো সাধারণ মানুষ ছিলেন না। তাই তাঁর স্মৃতি বিজড়িত স্থান না ভাঙাই শ্রেয়। কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন। তাই আইনানুযায়ী কিছু বলা যায় না।”