Birbhum: স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিলই, শ্যালক পৌঁছতেই ঘরের দরজা বন্ধ করে বেধড়ক মার, তারপর গোয়ালঘরে হাড়হিম করা দৃশ্য
Birbhum: ছেলের পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় ওই যুবতীর দাদা মল্লারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িতে আসার পর যুবককে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করে।

মল্লারপুর: স্বামী-স্ত্রীর মধ্যে যে ঝামেলা চলছিল, তা বুঝতে পেরেছিলেন প্রতিবেশী ও আত্মীয়রা। কিন্তু তার পরিণতি যে এমন হবে, তা বুঝতে পারেননি কেউই। পুরো ঘটনায় অভিযোগ উঠছে স্ত্রীর পরিবারের বিরুদ্ধেই। শাস্তি চাইছে যুবকের পরিবার।
বীরভূমের মল্লারপুর থানার মাঠমহুলা গ্রাম এলাকার ঘটনা। স্বামী-স্ত্রীর মধ্যে বচসা চলছিল বলে জানা গিয়েছে। তার মাঝেই ঘটে যায় অঘটন। পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় বচসা। তারপর সেই খবর স্ত্রীর বাপের বাড়িতে পৌঁছয়। তাঁর দাদা বুধবার দুপুর নাগাদ মল্লারপুর থানার হাজির হয়। পুলিশকে সঙ্গে নিয়ে মাঠমহুলা গ্রামে পৌঁছন তিনি। ওই ব্যক্তি পেশায় নলহাটি থানার সিভিক ভলান্টিয়ার্স।
ছেলের পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় ওই যুবতীর দাদা মল্লারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িতে আসার পর যুবককে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করে। পরিবারের লোকজন ও গ্রামবাসীরা তাঁকে ছাড়াতে গেলে পুলিশ তাঁদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলেও অভিযোগ।
মল্লারপুর থানার পুলিশ তাকে মাঠমহুলা গ্রাম থেকে নিয়ে চলে যায়। স্ত্রীকে সেখান থেকে নিয়ে চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ কোনও সাড়া ছিল না। এরপর গ্রামবাসী ও যুবকের পরিবারের লোকজন ছেলেটিকে গোয়ালঘরে মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
