Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Municipal Election Results 2022: অনুব্রত গড়ে আজও এক জায়গায় কাস্তে হাতুড়ির জমানা! চমকে দেওয়ার মতো রেজাল্ট

Municipal Elections 2022 Counting: রামপুরহাটের ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী সঞ্জীব মল্লিক। তৃণমূল প্রার্থী আবদুল মালিককে পরাজিত করেছেন তিনি।

West Bengal Municipal Election Results 2022: অনুব্রত গড়ে আজও এক জায়গায় কাস্তে হাতুড়ির জমানা! চমকে দেওয়ার মতো রেজাল্ট
অনুব্রত গড়ে কাস্তে হাতুড়ি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2022 | 7:15 PM

বীরভূম: অনুব্রত গড়ে এখনও অস্তিত্ব বোঝাল কাস্তে হাতুড়ি তারা! গোটা বীরভূমে যখন সবুজ আবিরের ঝড়, তখন রামপুরহাটের একটি মাত্র ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী। রামপুরহাটের ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী সঞ্জীব মল্লিক। তাঁর প্রাপ্ত ভোট ১২৬৭। তৃণমূল প্রার্থী আবদুল মালিককে ১৫৩ ভোটে পরাজিত করেছেন তিনি। উল্লেখ্য, সঞ্জীব মল্লিক বর্তমানে জেল হেফাজতে। আজ, বুধবারই জামিনে ছাড়া পাবেন তিনি। ভোটের দিন ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে।

বীরভূমের পাঁচটি পৌরসভা। পাঁচটি পৌরসভাই তৃণমূলের দখলে। বোলপুরে ২২ টির মধ্যে ২২ টিতেই তৃণমূল জয়ী। আরেকটায় জয়ের পথে তৃণমূল। সিউড়ি পৌরসভার ২১ টি ওয়ার্ডের মধ্যে ২১ টিই তৃণমূলের দখলে। সাঁইথিয়া পৌরসভার ১৬ টিই তৃণমূলের দখলে। রামপুরহাট পৌরসভা ১৮ টি ওয়ার্ডই তৃণমূলের দখলে। দুরাবরাজপুর পৌরসভা ১৬ টি ওয়ার্ডের মধ্যে ১১ টা তৃণমূলের দখলে। উল্লেখ্য, এর মধ্যে বোলপুর ১০ টি, সাঁইথিয়া ১৪ টি, দুবারাজপুর ৫টি, সিউড়ি ১৫ টি, রামপুরহাটে ৫ টিতে আগে থেকেই তৃণমূল জয়ী ছিল।

তবে অনুব্রত গড়ে বিজেপি সেভাবে অস্বিত্বই টিকিয়ে রাখতে পারেনি। পুরভোটের আগে পর্যন্তও বিজেপি ভাঙন অব্যাহত ছিল। বীরভূমের রামপুরহাটে বিজেপিতে ভাঙন ধরে। পুরভোটের মুখে বিজেপি যুব মোর্চার রামপুরহাট শহরের সহ সভাপতি নিত্যকালী মণ্ডল তৃণমূলে যোগ দেন। পুরভোটের আগে পর্যন্ত অনুব্রত গড়ে বিজেপি থেকে তৃণমূলে আসার হিড়িক লেগেই ছিল। পুরভোটের ফলে সেই ছবি স্পষ্ট প্রতীয়মান। অনুব্রত গড়ে তৃতীয় স্থানে পৌঁছে গেল বিজেপি।

আরও পড়ুন: Municipal ELection Counting 2022: পদ্ম থেকে ঘাসফুলে ফিরেই জয়ের হাসি মন্ত্রীর ভাইয়ের মুখে

আরও পড়ুন: Municipal Elections 2022 Counting Live Updates: ঘাসফুলের ভিড়ে একাধিক ওয়ার্ডে ফুটছে পদ্ম, তৃণমূলের দখলে মেখলিগঞ্জ