Visva Bharati University: এক সময়ের প্রাক্তন ছাত্র প্রবীরই সামলাবেন বিশ্বভারতী, ১ বছরেরও বেশি সময় পর স্থায়ী VC পেল বিশ্ববিদ্যালয়
VC: নতুন উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতীরই প্রাক্তন ছাত্র। ছত্তিসগঢ়ের রায়পুর ICAR-NIBSM প্রাক্তন ডিরেক্টর এবং উপাচার্য তিনি। ২০২৩ সালের নভেম্বর মাসে উপাচার্যের মেয়াদ শেষ হয় অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর।

বোলপুর: স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীর নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ। বিশ্ববিদ্যালয়কে ই-মেল মারফত সেই বার্তা দেওয়া হয়েছে। প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষের পর থেকে প্রায় এক বছরেরও বেশি সময় ফাঁকা ছিল স্থায়ী উপাচার্য পদ।
নতুন উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতীরই প্রাক্তন ছাত্র। ছত্তিসগঢ়ের রায়পুর ICAR-NIBSM প্রাক্তন ডিরেক্টর এবং উপাচার্য তিনি। ২০২৩ সালের নভেম্বর মাসে উপাচার্যের মেয়াদ শেষ হয় অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর। তারপর থেকে সেখানে স্থায়ী উপাচার্য ছিল না। এবার বিশ্বভারতীর স্থায়ী উপাচার্যের পদে আসীন হলেন অধ্যাপক প্রবীর কুমার ঘোষ।
উল্লেখ্য, ২০১৮ সালে বিশ্বভারতীয় উপাচার্য হন বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর আমলে একাধিক ইস্যুতে কম বিতর্ক হয়নি। ২০২৩ সালে তাঁর মেয়াদ শেষ হয়। তখন জল্পনা চলছিল তাঁর মেয়াদ কি আরও বাড়ানো হবে। তবে দেখা যায় অন্তর্বর্তী উপাচার্য হিসাবে সঞ্জয়কুমার মল্লিককে নিয়োগ করে কেন্দ্র। বর্তমানে ওই দায়িত্ব সামলাচ্ছিলেন বিনয়কুমার সোরেন। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সংবিধানের ৩(৬) ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার প্রবীর কুমার ঘোষকে স্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করল।





