Birbhum: রাস্তা সারাচ্ছেন পুলিশকর্মীরা

Birbhum: ঘটনাটি ঘটেছে, ৬০ নম্বর জাতীয় সড়কের। সেখানে দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজে ওঠার এবং ব্রিজ থেকে নামার জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। অভিযোগ, নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছেন গাড়ির চালক ও সাধারণ মানুষ।

Birbhum: রাস্তা সারাচ্ছেন পুলিশকর্মীরা
রাস্তা সারাচ্ছেন পুলিশ কর্মীরাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2023 | 4:31 PM

বীরভূম: জাতীয় সড়কে বড় বড় গর্ত। খানা-খন্দে ভরা। তার উপর চলছে বৃষ্টিপাত। এর জেরে আকছাড় পথ দুর্ঘটনা ঘটছে সড়কে। তাই বাধ্য হয়ে রাস্তা সারাইয়ের কাজে নামলেন সদাইপুর থানার পুলিশ কর্মীরা। ইট-পাথর দিয়ে বন্ধ করা হল সড়কের বড়-বড় গর্ত।

ঘটনাটি ঘটেছে, ৬০ নম্বর জাতীয় সড়কের। সেখানে দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজে ওঠার এবং ব্রিজ থেকে নামার জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। অভিযোগ, নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছেন গাড়ির চালক ও সাধারণ মানুষ। শেষে যাত্রী সুরক্ষার কথা ভেবে রাস্তা সারাইয়ের কাজে নামলেন পুলিশ কর্মীরা। ইট পাথর দিয়ে বন্ধ করা হলো জাতীয় সড়কের বড় বড় গর্ত।

অপরদিকে, সিউড়ির হাটজন বাজারে বোলপুর রাস্তার ওপর পুকুরের মতো বড় গর্ত তৈরি হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে নিত্যযাত্রীরা। এখানেও প্রত্যেকদিন ঘুরছে কোন না কোন পথ দুর্ঘটনা। প্রশাসনের হেলদোল নেই বলে অভিযোগ। রাজকুমার চৌধুরী নামে এলাকাবাসী বলেন, “প্রতিদিন এই রাস্তায় কোনও না কোনও দুর্ঘটনা হয়। এত জল জমে রয়েছে যাতায়াত করা যাচ্ছে না। বড় বড় গাড়ি আটকে যাচ্ছে। দীর্ঘ দু’মাস ধরে এই অসুবিধা ভোগ করছি। পৌরসভাকে জানানোর পরও কোনও সুরাহা হয়নি।