AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: বিধায়কের পাশে বসেই ‘দেহ ভাসানোর’ হুঙ্কার! বিতর্কের মুখে তৃণমূল নেতা

Voter List Intensive Revision in Bengal: কিন্তু তাঁর উপস্থিতিতেও দলের কর্মীদের নজর কাড়ল অন্য় তৃণমূল নেতা। নাম বাবু দাস। স্থানীয় নেতা হিসাবে তাঁর পরিচয়। বিধায়কের ঘনিষ্ঠ বৃত্তেরও অংশ। তাই বিধায়কের সামনে একেবারে সপ্তমে সুর তুললেন তিনি। বৈধ ভোটার বাদ গেলে গেরুয়া নেতাদের প্রাণ নিতেও হাত কাঁপবে না বলে ইঙ্গিত তাঁর।

SIR in Bengal: বিধায়কের পাশে বসেই 'দেহ ভাসানোর' হুঙ্কার! বিতর্কের মুখে তৃণমূল নেতা
তৃণমূল নেতা হুঙ্কারImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Nov 18, 2025 | 10:03 AM
Share

বীরভূম: বৈধ ভোটার বাদ গেলে নদীতে লাশ পড়বে, হুঁশিয়ারি তৃণমূল নেতার। বাংলায় শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ। আর এই আবহেই বিস্ফোরক মন্তব্য শাসক শিবিরের নেতার। বিজেপির দিকে তির বিঁধলেন তিনি। ঘটনা বোলপুরের সুপুর গ্রামের। সোমবার সেখানেই আয়োজিত দলের জনসভায় যোগ দিয়েছিলেন বিধায়ক চন্দ্রনাথ সিংহ। জনসভার প্রধান বক্তাই তিনি।

কিন্তু তাঁর উপস্থিতিতেও দলের কর্মীদের নজর কাড়ল অন্য় তৃণমূল নেতা। নাম বাবু দাস। স্থানীয় নেতা হিসাবে তাঁর পরিচয়। বিধায়কের ঘনিষ্ঠ বৃত্তেরও অংশ। তাই বিধায়কের সামনে একেবারে সপ্তমে সুর তুললেন তিনি। বৈধ ভোটার বাদ গেলে গেরুয়া নেতাদের প্রাণ নিতেও হাত কাঁপবে না বলে ইঙ্গিত তাঁর।

ঠিক কী বলেছেন নেতা?

এদিন তৃণমূল নেতা বাবু দাস বলেন, ‘ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হচ্ছে হোক। কোনও অসুবিধা নেই। কিন্তু যদি আমাদের একটা বৈধ ভোটার বাদ যায়। আর মুখ্যমন্ত্রী একবার নির্দেশ দেন, তাহলে বলতে-বলতে শ্মশানে দাহ করতে যাব। সামনেই অজয় নদ রয়েছে। বিজেপির দালালদের ওই নদীতেই ভাসিয়ে দেব।’

তৃণমূল নেতার এই মন্তব্যকে সহজ ভাবে দেখছে না গেরুয়া শিবির। বিজেপি নেতাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেই দাবি তাঁদের। তবে হাত গুটিয়ে বসে থাকবেন না বিজেপি নেতারাও। এদিন বোলপুরের বিজেপি জেলা সভাপতি শ্য়ামাপদ মণ্ডল বলেন, ‘একটা কথা রয়েছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ওঁর এখন ক্ষমতা বেড়েছে। ওঁ যদি বিজেপির লোককে মারতে যায়, তা হলে বিজেপি কি হাত গুটিয়ে বসে থাকবে? এখানে তো কোনও রাজনৈতিক দলের যোগ নেই। এটা কমিশনের কাজ। আর বৈধ ভোটার রাখতেই তো এসআইআর করানো হয়।’