Panchayat Election 2023: ব্যালট বাক্স ‘পাহারা’ দিতে গিয়ে দুর্ঘটনা, নির্দল প্রার্থীর ২ সমর্থককে পিষে দিল গাড়ি

Road Accident: শনিবার ভোটের শেষে ব্যালট বাক্স নিয়ে যখন ভোটকর্মীরা ডিসিআরসিতে ফিরছিলেন, সেই সময় ব্য়ালট বাক্স পাহারা দেওয়ার জন্য পিছন পিছন যাচ্ছিলেন নির্দল প্রার্থীর ওই দুই অনুগামী। সেই সময়েই পথ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।

Panchayat Election 2023: ব্যালট বাক্স 'পাহারা' দিতে গিয়ে দুর্ঘটনা, নির্দল প্রার্থীর ২ সমর্থককে পিষে দিল গাড়ি
বীরভূমে পথ দুর্ঘটনাImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 12:01 AM

পাইকর: ভোটের পর ব্যালট বাক্স ‘পাহারা’ দিতে গিয়ে পথ দুর্ঘটনা। মৃত্যু হল নির্দল প্রার্থীর দুই অনুগামীর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকরে। মৃত দুই ব্যক্তির নাম সবুর শেখ ও রহমত শেখ। শনিবার ভোটের শেষে ব্যালট বাক্স নিয়ে যখন ভোটকর্মীরা ডিসিআরসিতে ফিরছিলেন, সেই সময় ব্য়ালট বাক্স পাহারা দেওয়ার জন্য পিছন পিছন যাচ্ছিলেন নির্দল প্রার্থীর ওই দুই অনুগামী। সেই সময়েই পথ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। পাইকর থানার অন্তর্গত কাশিমনগর গ্রামের কাছে পিছন থেকে একটি গাড়ি এসে তাঁদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সবুর ও রহমতের।

ওই দুই ব্যক্তি বীরভূমের মুরারই বিধানসভা কেন্দ্রের মিত্রপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে পাইকর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘাতক গাড়ির সন্ধান এখনও পাওয়া যায়নি। পঞ্চায়েত ভোটের দিন বিভিন্ন জেলা থেকে বুথ দখল, ছাপ্পার অভিযোগ উঠে এসেছে। ভোট শেষে ব্যালট বাক্সের সঙ্গে যাতে কোনও কারচুপি না হয়, তা নিশ্চিত করতে ভোটকর্মীদের পিছন পিছন ডিসিআরসির দিকে যাচ্ছিলেন নির্দল প্রার্থীর ওই দুই সমর্থকও।

ভোটকর্মীদের গাড়ি যাচ্ছিল সামনে। আর সবুর ও রহমত যাচ্ছিলেন পিছন পিছন। বাইকে চেপে। আর এরই মধ্যে ঘটে যায় অঘটন। রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে দু’জনের নিথর দেহ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহগুলি উদ্ধার করে। এদিকে ওই দুই ব্যক্তির মৃত্যু ঘিরে পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। রাস্তায় বসেই পরিজনদের বুকফাটা কান্না। ব্য়ালট বাক্স পাহারা দিতে গিয়ে যে এমন দুর্ঘটনা হয়ে যাবে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি পরিবারের লোকেরা।