
বীরভূম: প্রথমে কংগ্রেস। তারপর সিপিএম। ২০০৯ সালের লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত এই দুই দলের দখলে ছিল বীরভূম কেন্দ্র। ২০০৯ সালে প্রথমবার এই কেন্দ্রে জয় পায় রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস। তারপর থেকে ঘাসফুলের দখলে বীরভূম লোকসভা। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের অন্তর্গত ৭টি আসনের মধ্যে ৬টি পায় তৃণমূল। একটিতে জেতে বিজেপি। বামেরা কোনও আসন জিততে পারেনি। রাজনীতির কারবারিরা বলছেন, চব্বিশের নির্বাচনে দুই ফুলের মধ্যে টক্কর হতে চলেছে। দেখে নেওয়া যাক কার কত জমি আছে বীরভূমে।
বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাঁসন, নলহাটি, মুরারই। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬,৯৬,৮৫১। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ২৯.১ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ৬.২ শতাংশ। সংখ্যালঘু ভোটার ৩৮.৮ শতাংশ। গ্রামীণ ভোটার ৮৫.৬ শতাংশ। শহুরে ভোটার ১৪.৪ শতাংশ।
২০০৯ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। উনিশের লোকসভা নির্বাচনে মূলত লড়াই হয়েছিল দুই ফুলের মধ্যে। প্রায় ৯০ হাজার ভোটে জিতেছিলেন শতাব্দী। সিপিএম এবং কংগ্রেসও প্রার্থী দিয়েছিল। দুই দল মিলিয়ে পেয়েছিল প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ভোট। রাজনীতির কারবারিরা বলছেন, কেষ্টহীন বীরভূমে এবার দুই ফুলের টক্কর হতে চলেছে। গরু পাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এখন তিহাড় জেলে বন্দি। কেষ্টহীন বীরভূমে গড় রক্ষাই চ্যালেঞ্জ তৃণমূলের।
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
| নির্বাচন | বিধানসভা কেন্দ্র | সিপিএম | বিজেপি | তৃণমূল |
| ২০১৯ | দুবরাজপুর | ৭,১৫৯ | ৯৫,৪৬৬ | ৮০,৯৫৪ |
| ২০২১ | দুবরাজপুর | ৬,০১৪ (AIFB) | ৯৮,০৮৩ | ৯৪,২২০ |
| ২০১৯ | সিউড়ি | ১০,১২০ | ১,০০,২২৮ | ৯১,০৯৭ |
| ২০২১ | সিউড়ি | ৮,২৬৭ (কংগ্রেস) | ৯৮,৫৫১ | ১,০৫,৮৭১ |
| ২০১৯ | সাঁইথিয়া | ৮,০৪১ | ৯৭,১০১ | ৯৬,৭৯৫ |
| ২০২১ | সাঁইথিয়া | ১০,৩৬৯ | ৯৫,৩২৯ | ১,১০,৫৭২ |
| ২০১৯ | রামপুরহাট | ১৩,৬৬৬ | ৯৮,১৭৪ | ৮৫,০৪৯ |
| ২০২১ | রামপুরহাট | ১১,৭০৭ | ৯৪,৮০৪ | ১,০৩,২৭৬ |
| ২০১৯ | হাঁসন | ২০,০৪০ | ৬১,৪৪১ | ৯১,৩৫১ |
| ২০২১ | হাঁসন | ৩৯,৮১৫ (কংগ্রেস) | ৫৭,৬৭৬ | ১,০৮,২৮৯ |
| ২০১৯ | নলহাটি | ১৯,৩৯৬ | ৬২,৫৮৯ | ৮৯,৯৭০ |
| ২০২১ | নলহাটি | ২১,৩২৮ (AIFB) | ৬০,৫৩৩ | ১,১৭,৪৩৮ |
| ২০১৯ | মুরারই | ১৮,২৫১ | ৪৮,৮০৭ | ১,১৮,২১০ |
| ২০২১ | মুরারই | ১৭,২৮৭ (কংগ্রেস) | ৪৮,২৫০ | ১,৪৬,৪৯৬ |
একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?
দুবরাজপুরে জিতেছিলেন বিজেপির অনুপ কুমার সাহা। সিউড়িতে জিতেছিলেন তৃণমূলের বিকাশ রায়চৌধুরী। সাঁইথিয়ায় জয়ী হন তৃণমূলের নীলাবতী সাহা। তৃণমূলের আশিস বন্দ্যোপাধ্যায় জেতেন রামপুরহাট আসনে। হাঁসনে জেতেন তৃণমূলের অশোক কুমার চট্টোপাধ্যায়। নলহাটিতে জয়ী হন তৃণমূলের রাজেন্দ্র প্রসাদ সিং। আর মুরারই আসনে জয়ী হন তৃণমূলের মোশারফ হোসেন।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩৯.৩ শতাংশ ভোট। তৃণমূল ৪৫.৫ শতাংশ, সিপিএম ৬.৭ শতাংশ, কংগ্রেস ৫.৩ শতাংশ ভোট পেয়েছিল। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩৬.৯ শতাংশ ভোট। তৃণমূল ৫২.৫ শতাংশ, সিপিএম ১.৫ শতাংশ ভোট পেয়েছিল।
চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?
চব্বিশের লোকসভা নির্বাচনে বিদায়ী সাংসদ শতাব্দী রায়কেই এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবতনু ভট্টাচার্য। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ।