কয়লা-কাণ্ডে সিবিআই দফতরে বাঁকুড়ার সার্কেল ইন্সপেক্টর

অশোকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, পুলিসের গাড়িতে কয়লা পাচারের টাকা কলকাতায় পাঠাতেন তিনি।

কয়লা-কাণ্ডে সিবিআই দফতরে বাঁকুড়ার সার্কেল ইন্সপেক্টর
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 09, 2021 | 12:36 PM

কলকাতা: কয়লাকাণ্ডে অশোক মিশ্রকে জেরা সিবিআইয়ের। শনিবার নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। বাঁকুড়ার সার্কেল ইন্সপেক্টর অশোক কয়লাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন বিনয় মিশ্রর আত্মীয়। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ হাতে এসেছে তদন্তকারীদের।

গত কয়েকদিন ধরে কয়লাকাণ্ডে বারবার শিরোনামে উঠে এসেছে বিনয় মিশ্রর নাম। একাধিকবার তাঁকে সিবিআই তলব করলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এরই মধ্যে বিনয়ের কলকাতার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু তথ্য, নথি হাতে আসে সিবিআইয়ের। একইসঙ্গে বিনয়ের এক আত্মীয় নজরে আসে পুলিসের। তিনি অশোক মিশ্র। অশোকের বিরুদ্ধে পুলিসের গাড়িতে কয়লা পাচারের টাকা কলকাতায় পাঠানোর অভিযোগ রয়েছে।

গত সপ্তাহেই অশোককে ডেকে পাঠিয়েছিল সিবিআই। প্রথম হাজিরা এড়িয়ে যান তিনি। এরপর ফের তাঁকে ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে। শনিবার হাজির হন সেখানে। এদিন অশোকের বয়ান রেকর্ড করা হবে। সিবিআই তাঁর কাছে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজতে পারে-

১. লালার সঙ্গে তার যোগাযোগ কীভাবে?

২. কয়লাপাচারের বিষয় জেনে কোনও ব্যবস্থা নিয়েছিলেন কি না?

৩. না নিলে কেন নেননি? কয়লাপাচারের টাকা কলকাতায় কার কাছে পাঠানো হত?

৪. বিনয় মিশ্র কোথায় রয়েছেন?

৫.দেশের বাইরে বিনয় সম্ভাব্য কোথায় লুকিয়ে থাকতে পারেন?

৬.দেশের বাইরে বিনয়ের কোনও ব্যবসার বিষয়ে অশোক জানেন কি না