Coochbehar News: রাতের অন্ধকারে গুলি চলল কোচবিহারে, মৃত্যু ব্যবসায়ীর
Coochbehar News: জানা গিয়েছে, মৃত ব্যক্তি জমির ব্যবসার করতেন। রবিবার রাত্রিবেলা তিনি কোচবিহারের রাজারহাট সংলগ্ন এলাকায় গিয়েছিলেন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বাড়িতে না ফেরায় সুশীলবাবুকে তাঁর স্ত্রী ফোন করেন। প্রথমবার ফোন তোলেনি।
কোচবিহার: কোচবিহারে রাত্রিবেলা চলল গুলি। মৃত্যু হল এক ব্যক্তির। নাম সুশীল চন্দ্র দাস। ওই ব্যক্তির বাড়ি কোচবিহার শহর সংলগ্ন মহিষবাথান এলাকায়। তবে কেন গুলি চলেছে তা এখনও জানতে পারা যায়নি।
জানা গিয়েছে, মৃত ব্যক্তি জমির ব্যবসার করতেন। রবিবার রাত্রিবেলা তিনি কোচবিহারের রাজারহাট সংলগ্ন এলাকায় গিয়েছিলেন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বাড়িতে না ফেরায় সুশীলবাবুকে তাঁর স্ত্রী ফোন করেন। প্রথমবার ফোন তোলেনি। দ্বিতীয়বার ফোন করতেই অন্য একজন জানান ওই তাঁকে এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।
ঘটনার খবর পেয়ে সোমবার সকালে এলাকায় পৌঁছন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সানি রাজ সহ একাধিক পুলিশ আধিকারিক। কী কারণে খুন তাই নিয়ে তদন্তে নেমেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। মৃতের স্ত্রী বলেন, “কাজের জন্য বেরিয়েছিল। অনেকটা দেরী হওয়ায় ফোন করি ওকে। প্রথমে ফোন যেহেতু তোলেনি তাই আমি ভেবেছি বাইক চালাচ্ছে। পরের বার ফোন করতেই একজন জানালেন গুলি লেগেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে বলতে পারব না।”