Cooch Behar: নিশীথ হারতেই কোচবিহারে ঘুরছে খেলা, রাতারাতি মাস্টারস্ট্রোক তৃণমূলের

Suman Kalyan Bhadra | Edited By: জয়দীপ দাস

Jun 05, 2024 | 11:52 PM

Cooch Behar: বিজেপির প্রধান মাম্পি বর্মনের দাবি, তিনি বিজেপিতে থাকায় মানুষের জন্য কাজ করতে পারছিলেন না তাই তৃণমূলে যোগ দিলেন। তিনি আরও জানান, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দিতে পারবেন বলে আশা করেন।

Cooch Behar: নিশীথ হারতেই কোচবিহারে ঘুরছে খেলা, রাতারাতি মাস্টারস্ট্রোক তৃণমূলের
নিশীথ প্রামাণিক
Image Credit source: TV9 Bangla

Follow Us

কোচবিহার: ভোটের ফল ঘোষণা হওয়ার পরে দলবদলের পালা শুরু কোচবিহারে। বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে বিজেপির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন  শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের নয়ারহাট অঞ্চলের প্রধান মাম্পি বর্মন ও কোচবিহার জেলার যুব সহ সভাপতি হেমন্ত বর্মন। 

বিজেপির প্রধান মাম্পি বর্মনের দাবি, তিনি বিজেপিতে থাকায় মানুষের জন্য কাজ করতে পারছিলেন না তাই তৃণমূলে যোগ দিলেন। তিনি আরও জানান, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দিতে পারবেন বলে আশা করেন। উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবার জন্যেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এদিকে এই যোগদান নিয়ে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। 

প্রসঙ্গত, কোচবিহারে মুখ থুবড়ে পড়েছেন নিশীথ প্রামাণিক। ৩৯ হাজারের বেশি ভোটে হারতে হয়েছে স্বরাষ্ট্র দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রীকে। তাতেই হতাশার সুর কোচবিহারের পদ্ম মহলে। অন্যদিকে নিশীথকে ধরশায়ী করেছেন তৃণমূলের জগদীশ বসুনিয়া। নিশীথের হার বিজেপির উত্তরবঙ্গের সংগঠনের দিক থেকেও নিঃসন্দেহে বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ। এতাবস্থায় একেবারে নেতা স্তরের লোকজনের ফলপ্রকাশের পরের রাতেই বিজেপি থেকে তৃণমূলে যোগ পদ্ম শিবিরের অস্বস্তি আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।  

Next Article