Mamata Banerjee on INDIA: বাংলায় জোট আসলে ‘ভাঁওতাবাজি!’ সিপিএম-কংগ্রেসের সঙ্গে সমীকরণ বোঝালেন মমতা
Mamata Banerjee on INDIA bloc: আগেই মমতা জানিয়ে দিয়েছেন, রাজ্যে ৪২টি আসনেই লড়াই করবে তৃণমূল। ইতিমধ্যেই সব আসনের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। এবার ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মমতা বুঝিয়ে দিচ্ছেন, রাজ্যে কোন দল তাঁর বিরোধী। এর আগে নদিয়ায় প্রচারে গিয়েও এই সমীকরণ ব্যাখ্যা করেছিলেন মমতা।
কোচবিহার: ২৪-এর লোকসভা নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণভাবে একজোট হয়েছিলেন বিরোধীরা। দেশের একাধিক বিরোধী দল দফায় দফায় বৈঠক করে তৈরি করেন ইন্ডিয়া জোট। তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ দল সেই বৈঠকে অংশ নিয়েছিল। কিন্তু নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই জোটে ফাটল ধরতে শুরু করে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার আরও একবার বুঝিয়ে দিলেন বাংলায় কারও সঙ্গে কোনও জোট নেই। রাজ্যে সিপিএম ও কংগ্রেস, উভয়ের সঙ্গেই তৃণমূল লড়বে বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবাক কোচবিহারের জনসভা থেকে সাধারণ মানুষকে বুঝিয়ে দেন সেই জোট অঙ্ক।
এদিন উপস্থিত জনতার উদ্দেশে মমতা বলেন, “ইন্ডিয়া জোটের নাম আমার দেওয়া। কিন্তু মনে রাখবেন, বাংলায় কোনও জোট হয়নি। দিল্লিতে হয়েছে। তাই ওই ভাঁওতাবাজিতে প্রশ্রয় দেবেন না। তৃণমূল এখানে সিপিএমের বিরুদ্ধে লড়াই করবে, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে। সব এজেন্সির বিরুদ্ধেও লড়াই করবে।”
আগেই মমতা জানিয়ে দিয়েছেন, রাজ্যে ৪২টি আসনেই লড়াই করবে তৃণমূল। ইতিমধ্যেই সব আসনের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। এবার ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মমতা বুঝিয়ে দিচ্ছেন, রাজ্যে কোন দল তাঁর বিরোধী। এর আগে নদিয়ায় প্রচারে গিয়েও এই সমীকরণ ব্যাখ্যা করেছিলেন মমতা।
বৃহস্পতিবারই রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জোট প্রসঙ্গে বলেছেন, “এরা এখানে তো তৃণমূল-বাম-কংগ্রেস সবাই লড়াই করছে। কিন্তু দিল্লিতে তো ওরা এক থালাতেই খায়। একসঙ্গে থাকে।”