Panchayat Elections 2023: বিজেপি প্রার্থীর দুয়ারে বোমা, তৃণমূল বলছে ‘সহানুভূতির নাটক’

Bengal Panchayat Election: যদিও স্থানীয় তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি সুজিত ঘোষের বক্তব্য, এই বোমাবাজির রাজনীতি বিজেপিই করে। গত লোকসভা ভোটে এলাকাকে কার্যত বোমার আঁতুড়ঘর তৈরি করে তুলেছিল বিজেপি, অভিযোগ সুজিতের।

Panchayat Elections 2023: বিজেপি প্রার্থীর দুয়ারে বোমা, তৃণমূল বলছে 'সহানুভূতির নাটক'
বোমা উদ্ধার। (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 9:06 AM

কোচবিহার: বিজেপি (BJP) প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার। তুফানগঞ্জে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে শোরগোল। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। বক্সিরহাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। মঙ্গলবার সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারি-২ গ্রামপঞ্চায়েতের বালাকুঠি জোড়াইমোড় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। ৯/১৩০ নম্বর গ্রামপঞ্চায়েতে এবার বিজেপির প্রার্থী হয়েছেন সুমিত দাস। এদিন সকালে তাঁর বাড়ির সামনে থেকেই বোমা উদ্ধার হয়। সুমিত দাসের অভিযোগ, শাসকদল ভয় পেয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তাঁর দাবি, তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। তাই তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে।

যদিও স্থানীয় তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি সুজিত ঘোষের বক্তব্য, এই বোমাবাজির রাজনীতি বিজেপিই করে। গত লোকসভা ভোটে এলাকাকে কার্যত বোমার আঁতুড়ঘর তৈরি করে তুলেছিল বিজেপি, অভিযোগ সুজিতের। একইসঙ্গে তিনি বলেন, সারা বছর এদের ময়দানে দেখা যায় না। ভোটের সময় সহানুভূতি আদায়ের চেষ্টায় নিজেই নিজের বাড়ির সামনে বোমা রেখেছেন বিজেপি প্রার্থী। আবার পুলিশকেও ডেকে এনেছেন।

ভোটের আগে কোচবিহারের একাধিক জায়গায় ঝামেলার অভিযোগ উঠছে। রাজ্য নির্বাচন কমিশনের যে স্পর্শকাতর বুথের তালিকা তার মধ্যে শীর্ষে রয়েছে কোচবিহারের নাম। এ জেলায় ২ হাজার ৩৮৫টি বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩১৭টি। শতাংশের নিরিখে ১৩.২৯ শতাংশ।