SSC : ৯৫২ জনের তালিকায় নাম, মেখলিগঞ্জের স্কুলে দেখা নেই দিদিমণির
SSC : গত ২ দিন ধরে স্কুলে আসছেন না ওই শিক্ষিকা।

মেখলিগঞ্জ: কেউ ওএমআর শিটে নাম ও রোল নম্বর ছাড়া দাগও কাটেনি। কেউ বা দু-একটি প্রশ্নে আঁচড় কেটেছেন। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ৯৫২ জনের ওএমআর শিট প্রকাশ করেছে। আর ওই ৯৫২ জনের ওএমআর শিট প্রকাশ হতেই বিভিন্ন স্কুলে গুঞ্জন শুরু হয়েছে। আর ওই ৯৫২ জনের তালিকায় রয়েছেন মেখলিগঞ্জের একটি গার্লস স্কুলের দিদিমণিও। কিছুদিন আগে ওই স্কুল সংবাদ শিরোনামে এসেছিল। এবার এল ওই দিদিমণির নাম তালিকায় থাকায়।
জানা গিয়েছে, ওই দিদিমণি প্রথমে দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জের একটি স্কুলে চাকরি করতেন। তিন বছর আগে মেখলিগঞ্জের এই স্কুলে মিচুয়াল ট্রান্সফার নিয়ে কাজে যোগ দেন। তবে স্কুল সূত্রে খবর, গত ২ দিন ধরে আর স্কুলে আসেননি।
স্কুলের প্রধান শিক্ষিকা বলছেন, “আমি এ বিষয়ে সেরকম কিছু বলতে পারব না। ঘটনার কথা আমি শুনেছি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে আমাদের কাছে কোনও নির্দেশও আসেনি। গতকাল তাঁর স্বামী জানান কারচুপির অভিযোগের যে লিস্ট বেরিয়েছে তাতে নাম রয়েছে স্ত্রীর। সে জন্য এখন উনি স্কুলে আসতে পারবেন না। গোটা বিষয়টি জানার জন্য তাঁরা কলকাতা যাচ্ছেন।” অন্যদিকে, নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারী এক শিক্ষিকা বলছেন, “এ বিষয়ে আগে কিছুই আঁচ করতে পারিনি। আমার সঙ্গে ভালভাবে মেলামেশা করত। ভাল ব্যবহার করত।”
