BJP Worker Murdered: ভোটপর্বে বেলাগাম হিংসা, দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওর খুন, কাঠগড়ায় তৃণমূল
BJP Worker Murdered: ফের রাজ্যের শিরোনামে কোচবিহারের দিনহাটা। খুন বিজেপি প্রার্থীর দেওর। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
কোচবিহার: ফের পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আবহে খুন! বিজেপি (BJP) প্রার্থীর দেওরকে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল (Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ এলাকায়। শনিবার গভীর রাতে বিজেপি প্রার্থীর পরিবারের এক সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় বলে জানা যায়। বাড়ির অদূরে তার রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে খবর। মৃত ওই ব্যক্তির নাম শম্ভু দাস। তাঁর বৌদি বিশাখা দাস এবারে পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী হয়েছে।
এ ব্যাপারে মৃত ব্যক্তির বাবা নরেন দাস বলেন, “রাতের বেলা ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। আমার মেজো ছেলের বউ বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছে, ছোট ছেলে শম্ভুকে তাই খুন করা হয়েছে।” বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি তৃণমূল নেতা উদয়ন গুহর নির্দেশেই ওই যুবককে খুন করা হয়েছে। তাঁর কড়া শাস্তিরও দাবি করা হয়েছে পদ্ম শিবিরের তরফে। যদিও সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছে তৃণমূল।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছেন, “শম্ভু দাস কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। এর পিছনে কোনও মহিলাঘটিত ব্যাপার রয়েছে। আমরা খোঁজ নিয়ে এটা জানতে পেরেছি। শুনছি এর পিছনে একটা রাজনৈতিক রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপির নেতারা বলছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই খুনের সঙ্গে যুক্ত। এর ফলে প্রকৃত যাঁরা দোষী তাঁরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে।”