Trinamoole Nabo Jowar: মঙ্গলে ‘অমঙ্গল’ হওয়ায় খোদ পুলিশের নজরদারিতে চলল শাসকের প্রার্থী বাছাইয়ের ভোট, নেতৃত্বে IC!
TMC Candidate Selection: এদিন নির্ধারিত সময়ের অনেকটা পেরিয়ে যাওয়ার পরও সেভাবে কারও দেখা মেলেনি। অবশেষে দুপুর দেড়টা-দুটো নাগাদ লোকজন আসতে শুরু করেন পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় অংশ নিতে।
সিতাই: জনসংযোগ যাত্রায় (Jano Sangjog Yatra) নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই যাত্রা শুরু করেছেন কোচবিহার (Coochbehar) থেকে। কিন্তু প্রথম দিনেই পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া হোঁচট খেতে হয়েছে। সাহেবগঞ্জে হুড়োহুড়িতে ভেঙেছে ব্যালট। আবার সিতাইয়ের গোসানিমারিতেও ব্যালট পেপার ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গিয়েছে গতকাল। সেই সব ঘটনার কথা কানে গিয়েছিল অভিষেকেরও। আর তারপরই তিনি জানিয়ে দিয়েছিলেন, আজ (বুধবার) আবার প্রার্থীবাছাইয়ের জন্য ভোট হবে। গোসানিমারির ওই মাঠেই আজ আবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। এদিন সকাল থেকেই সেই মতো প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের অনেকটা পেরিয়ে যাওয়ার পরও সেভাবে কারও দেখা মেলেনি। অবশেষে দুপুর দেড়টা-দুটো নাগাদ লোকজন আসতে শুরু করেন পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় অংশ নিতে।
গতকালের ঘটনার পর শীতলকুচির মঞ্চ থেকে অভিষেক অনুরোধ করেছিলেন যাতে এই কাজে প্রশাসনের তরফেও প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। সেই মতো গতকালের বিশৃঙ্খল পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে শুরু থেকেই সতর্ক পুলিশ প্রশাসন। দিনহাটার আইসি নিজে উপস্থিত রয়েছেন গোসানিমারিতে, যাতে নতুন করে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়। পুলিশের তরফে মাইকিং করে প্রার্থী বাছাইয়ের জন্য মতামত দিতে আসা সাধারণ মানুষের লাইন সামাল দেওয়া হয়। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের কারও কোনও সমস্যা হচ্ছে কি না, কেউ কোনও বিশৃঙ্খলতা তৈরি করার চেষ্টা করছে কি না, সবাই ব্যালট পেপার পাচ্ছে কি না, সব দিকেই নজর রেখেছে পুলিশ। পুলিশি নজরদারিতে এদিন সুষ্ঠুভাবেই চলল শাসক শিবিরের পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া।
সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া জানাচ্ছেন, ‘ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে। আমি প্রত্যেকের হাতে ব্যালট পেপার তুলে দিচ্ছি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁদের মত দিচ্ছেন।’ বিধায়কের কথায়, বিধানসভায় বা লোকসভায় সাধারণ মানুষ যেভাবে ভোট দেন, ঠিক সেইভাবেই হচ্ছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা নেই। এদিন পুলিশ প্রশাসনের নজরদারিতেও বেশ সন্তুষ্ট তিনি। বললেন, ‘পুলিশ যথেষ্ট কাজ করছে, সবসময় তারা আছে।’