Bombing: রাত্রিবেলা হঠাৎই তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, সন্দেহ বিজেপি-র দিকে

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 29, 2023 | 11:28 AM

Coochbehar: ওই তৃণমূল নেতার বক্তব্য, রাত্রিবেলা বাইরে গল্প করছিলেন। সেই সময় বিকট কিছু শব্দ শুনতে পান। বাড়িতে গিয়ে দেখেন যে বিছানায় বোমের অংশ পড়ে রয়েছে। সঙ্গে-সঙ্গে আর দেরি না করে তিনি থানায় খবর দেন।

Bombing: রাত্রিবেলা হঠাৎই তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, সন্দেহ বিজেপি-র দিকে
বোমাবাজিতে উত্তপ্ত মাথাভাঙা (নিজস্ব চিত্র)

Follow Us

কোচবিহার: তৃণমূলের শ্রমিক সংগঠনের অঞ্চল সহ-সভাপতি বাড়ির সামনে বোমাবাজি অভিযোগ। কাঠগড়ায় বিজেপি। শুক্রবার গভীর রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ তৃণমূলের শ্রমিক সংগঠনের পচাগড় অঞ্চল সহ-সভাপতি রমেন প্রামাণিকের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ ওঠে। ওই তৃণমূল নেতার বক্তব্য, রাত্রিবেলা বাইরে গল্প করছিলেন। সেই সময় বিকট কিছু শব্দ শুনতে পান। বাড়িতে গিয়ে দেখেন যে বিছানায় বোমের অংশ পড়ে রয়েছে। সঙ্গে-সঙ্গে আর দেরি না করে তিনি থানায় খবর দেন।

রমেনবাবু বলেন, “রাতে পেট্রলপাম্প সংলগ্ন এলাকায় একটি গ্যারেজে বসে সকলের সঙ্গে গল্প করছিলাম। সেই সময় হঠাৎই একটি বিকট শব্দ শুনতে পাই। তারপরেই বাড়ি থেকে ফোন এল। বাড়িতে এসে দেখি আমার ঘরের বিছানায় বোমের কিছু অংশ পড়ে রয়েছে এবং বাড়ির বাইরেও। তৎক্ষণাৎ খবর দিই মাথাভাঙা থানায়।” তিনি অভিযোগ করে বলেন,”যেহেতু দিনভর বিজেপির ডাকা বনধের বিরোধিতায় নেমেছিলাম। তাই হয়ত বিজেপি এই ঘটনা ঘটিয়েছে।”

যদিও বিজেপির বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, শাসক দল তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই বোমাবাজির ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়। এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও নতুন করে মাথাভাঙার পচাগড় উত্তপ্ত হল।

তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার বাড়ির সামনে যে ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।

Next Article