মাছ ধরতে যাচ্ছে বলে বেরিয়েছিল যুবক, পুকুরধারের দৃশ্য দেখে হতবাক পড়শিরা

Coochbehar Death: জমি বিবাদ নিয়ে গোলমাল চলছিল বেশ কিছুদিন ধরে। তবে এমন মর্মান্তিক পরিণতি হবে ভাবতেই পারেনি পরিবারের সদস্যরা।

মাছ ধরতে যাচ্ছে বলে বেরিয়েছিল যুবক, পুকুরধারের দৃশ্য দেখে হতবাক পড়শিরা
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Mar 21, 2021 | 11:08 PM

কোচবিহার: জমি বিবাদের জেরে প্রাণ গেল এক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে কোচবিহার-১ (Coochbehar) ব্লকের চিলকির হাট গ্রামপঞ্চায়েতের যারাপাড়া এলাকায়। মৃতের নাম মিঠুন রায়। জমি নিয়ে দীর্ঘদিন ধরে সুকান্ত রায়ের পরিবারের সঙ্গে ঝামেলা চলছিল মিঠুনদের। সে ঘটনা আদালত অবধি গড়ায়। আদালত মিঠুন রায়ের পক্ষেই রায় দেয়।

মিঠুনের দিদি প্রতিমা রায়ের অভিযোগ, “আদালত আমাদের পক্ষেই রায় দেয়। তারপরও রবিবার বিকেলে আমার ভাই মিঠুন রায় সেই ডোবায় মাছ ধরতে গেলে, সুমন্ত রায়, হেমন্ত রায়, সুজিত রায় আর ওদের বাবা শরৎচন্দ্র রায় দলবল নিয়ে এসে আমার ভাইয়ের উপর হামলা চালায়। ওর পেটে ভোজালি দিয়ে মারে। রক্তাক্ত ভাইকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

আরও পড়ুন: দলীয় কর্মীকে বেধড়ক মার! ভরসন্ধ্যায় হাসপাতালে ছুটলেন কাঞ্চন মল্লিক

প্রতিমাদেবীর অভিযোগ, তাঁর ভাইকে বেশ কিছুদিন ধরে সুমন্ত রায় হুমকি দিচ্ছিলেন। তাঁদের মাকেও রাস্তায় দাঁড় করিয়ে শাসানো হয় বলে অভিযোগ। এরইমধ্যে রবিবারের ঘটনা। তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। যদিও অভিযুক্তদের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি।