AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pujoy Pulse: পালসের ক্যান্টার ঢুকতেই জমল ভিড়, গোলমোলেই ‘মজল’ মানুষের মন

Pujoy Pulse in Durga Puja 2025: সংস্থা তরফে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কোচবিহারের বিটি অ্যান্ড ইভিনিং কলেজের সামনে দাঁড়িয়ে ছিল পুজোয় পালসের ক্যান্টার। যা ঘিরে জমেছিল মানুষের ভিড়।

| Edited By: | Updated on: Sep 27, 2025 | 10:07 PM
Share
রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ক্যান্টার। কখনও তা যাচ্ছে লাল মাটির সরানে, কখনও বা যাচ্ছে উত্তরবঙ্গে।

রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ক্যান্টার। কখনও তা যাচ্ছে লাল মাটির সরানে, কখনও বা যাচ্ছে উত্তরবঙ্গে।

1 / 10
এবার পালসের ক্যান্টার পৌঁছে গেল কোচবিহারেও। শনিবার কোচবিহারের একেবারে দুই জায়গায় পৌঁছে গিয়েছে পুজোয় পালস।

এবার পালসের ক্যান্টার পৌঁছে গেল কোচবিহারেও। শনিবার কোচবিহারের একেবারে দুই জায়গায় পৌঁছে গিয়েছে পুজোয় পালস।

2 / 10
জানেন কোন কোন জায়গায় ঘুরল পুজোয় পালসের ক্যান্টার? আর সর্বোপরি মানুষ কী বললেন?

জানেন কোন কোন জায়গায় ঘুরল পুজোয় পালসের ক্যান্টার? আর সর্বোপরি মানুষ কী বললেন?

3 / 10
সংস্থা তরফে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কোচবিহারের বিটি অ্যান্ড ইভিনিং কলেজের সামনে দাঁড়িয়ে ছিল পুজোয় পালসের ক্যান্টার। যা ঘিরে জমেছিল মানুষের ভিড়।

সংস্থা তরফে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কোচবিহারের বিটি অ্যান্ড ইভিনিং কলেজের সামনে দাঁড়িয়ে ছিল পুজোয় পালসের ক্যান্টার। যা ঘিরে জমেছিল মানুষের ভিড়।

4 / 10
সময় ফুরোতেই ইভিনিং কলেজের সামনে থেকে পালসের ক্যান্টার পৌঁছে যায় আরও একটি জায়গায়। এদিন বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত কোচবিহার রাজবাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল পালসের ক্যান্টার।

সময় ফুরোতেই ইভিনিং কলেজের সামনে থেকে পালসের ক্যান্টার পৌঁছে যায় আরও একটি জায়গায়। এদিন বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত কোচবিহার রাজবাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল পালসের ক্যান্টার।

5 / 10
এবার আসা যাক মানুষের কথায়। কারণ, পালস তো সাধারণের। রাজ্য়ে কোণায় কোণায় পুজোর আমেজকে ছড়িয়ে দিতেই তো বেরিয়ে পড়েছে জেলাওয়াড়ি সফরে।

এবার আসা যাক মানুষের কথায়। কারণ, পালস তো সাধারণের। রাজ্য়ে কোণায় কোণায় পুজোর আমেজকে ছড়িয়ে দিতেই তো বেরিয়ে পড়েছে জেলাওয়াড়ি সফরে।

6 / 10
এদিন এক যুবক বললেন, 'বেশ টকটক লাগছে। খুব ভাল খেতে। মন ভরেছে।'

এদিন এক যুবক বললেন, 'বেশ টকটক লাগছে। খুব ভাল খেতে। মন ভরেছে।'

7 / 10
তেমনই অন্য আরেক জন বললেন, 'আগেরটার থেকেও বেশ ভাল। আবার পুরস্কারও পেয়েছি।'

তেমনই অন্য আরেক জন বললেন, 'আগেরটার থেকেও বেশ ভাল। আবার পুরস্কারও পেয়েছি।'

8 / 10
প্রায় প্রত্যেকের জিভেই অভিনবত্ব দিল  তেঁতুলের স্বাদ। এক জন বললেন, 'বেশ ভাল লেগেছে। আর লাগবে নাই বা কেন? একেবারে অন্য রকম স্বাদ তো। টক-মিষ্টি তেঁতুল। বেশ মজাদার।'

প্রায় প্রত্যেকের জিভেই অভিনবত্ব দিল তেঁতুলের স্বাদ। এক জন বললেন, 'বেশ ভাল লেগেছে। আর লাগবে নাই বা কেন? একেবারে অন্য রকম স্বাদ তো। টক-মিষ্টি তেঁতুল। বেশ মজাদার।'

9 / 10
সব মিলিয়ে পালসে মন মজেছে সাধারণের। তা সে আলিপুরদুয়ার হোক কিংবা কোচবিহার। উত্তরবঙ্গ  হোক বা দক্ষিণবঙ্গ। পালস এখন সবার।

সব মিলিয়ে পালসে মন মজেছে সাধারণের। তা সে আলিপুরদুয়ার হোক কিংবা কোচবিহার। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ। পালস এখন সবার।

10 / 10