Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Udayan Guha on Sukanta: ‘নি-ক্যাপ পরে খেলতে আসবেন, না হলে…’, সুকান্তকে জবাব উদয়নের

Udayan Guha on Sukanta: এক সভা থেকে সুকান্ত মজুমদারকে হাঁটুতে নিকাপ পরে খেলতে আসার পরামর্শ দিয়েছে উদয়ন গুহ।

Udayan Guha on Sukanta: 'নি-ক্যাপ পরে খেলতে আসবেন, না হলে...', সুকান্তকে জবাব উদয়নের
সুকান্তকে জবাব উদয়নের
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2023 | 11:39 AM

কোচবিহার: নতুন বছরে তাপমাত্রার পারদ নামলেও চড়ছে রাজনীতির পারদ, কারণ পঞ্চায়েত নির্বাচনের আর খুব বেশি বাকি নেই। এরই মধ্যে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে। ‘পঞ্চায়েতে খেলা হবে, বিজেপি খেলবে, কীভাবে খেলতে হয়, সেটা বিজেপি জানে।’ এমন সব কথাই শোনা গিয়েছে সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) মুখে। বিজেপি সভাপতির সেই মন্তব্যের জবাব দিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এক সভা থেকে সুকান্ত মজুমদারকে হাঁটুতে নিকাপ পরে খেলতে আসার পরামর্শ দিয়েছে উদয়ন গুহ।

শুক্রবার কোচবিহারের এক সভা থেকে সুকান্ত মজুমদারকে বলতে শোনা গিয়েছিল, ‘এবার খেলা হবে। কীভাবে খেলতে হয়, বিজেপি জানে।’ শুধু তাই নয়, পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ‘খেলার মধ্যে চলে এলে পদপিষ্ট হয়ে যেতে পারেন।’

সুকান্ত মজুমদারের বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মনে করছেন পঞ্চায়েতের আগে, পুলিশকে কার্যত হুমকি দিয়ে রাখলেন বিজেপির রাজ্য সভাপতি। পরে অবশ্য সুকান্ত মজুমদার বলেন, ‘পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের মাঠের বাইরে থেকে রেফারির কাজ করতে বলা হয়েছে।’

এরপরই এক সভায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘ও চ্যালেঞ্জ করেছে যে পুলিশকে রেফারি রাখবেন, আর নির্বাচনের সময় খেলা হবে। আমি উত্তরে বলেছি, পুলিশ রেফারি হোক আপত্তি নেই। কিন্তু সেন্ট্রাল ফোর্সকেও মাঠের বাইরে থাকতে হবে। লাইন্সম্যানের ভূমিকা পালন করতে হবে। তারপর দম থাকলে খেলতে আসবেন। আর খেলতে নামার আগে নি ক্যাপটা লাগিয়ে আসবেন, নাহলে কিন্তু অসুবিধা হবে।’