Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোট যেন অলিম্পিক্স, ব্যালট বুকে জড়িয়ে দে ছুট যুবকের

Bengal Panchayat Election: রাস্তায় যারা দাড়িয়েছিল, এমন ছুট দেখে তাদের তো পড়ি কী মরি করে রাস্তা ছাড়ার ব্য়স্ততা। মনে হচ্ছিল, না হলে ব্যালট বাক্স নিয়ে পথচলতি মানুষের গায়ের উপরই যেন উঠে পড়বে ওই যুবক। এই ঘটনা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোট যেন অলিম্পিক্স, ব্যালট বুকে জড়িয়ে দে ছুট যুবকের
ছুটছে যুবক। হাতে ব্যালট বাক্স।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 12:57 PM

কোচবিহার: পঞ্চায়েত ভোটে (West Bengal Panchayat Elections 2023) ব্যালট বাক্সই শেষ কথা। তাই এদিন সকাল থেকে তাতেই নজর আটকে সবপক্ষের। রাগে কোথাও ব্যালট বাক্স ভাঙা হয়েছে, কোথাও তা তুলে নিয়ে গিয়ে সোজা জলে। একাধিক জায়গায় আবার ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগও উঠেছে। তবে কোচবিহারের মাথাভাঙায় যে দৃশ্য দেখা গিয়েছে, তা বোধহয় হার মানাবে কোনও আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতাকেও। মাথাভাঙার একটি ভিডিয়ো সামনে এসেছে। যা নিয়ে চর্চা তুঙ্গে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক গ্রামের রাস্তা ধরে ব্যালট বাক্স নিয়ে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে।

রাস্তায় যারা দাড়িয়েছিল, এমন ছুট দেখে তাদের তো পড়ি কী মরি করে রাস্তা ছাড়ার ব্য়স্ততা। মনে হচ্ছিল, না হলে ব্যালট বাক্স নিয়ে পথচলতি মানুষের গায়ের উপরই যেন উঠে পড়বে ওই যুবক। এই ঘটনা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। লোকসভা, বিধানসভা কিংবা পুরভোটে ইভিএম থাকলেও ত্রিস্তরীয় পঞ্চায়েতে ভাগ্য নির্ণায়ক এই ব্যালট বাক্সই।

তিনস্তরের প্রার্থীদের ভবিষ্যৎ লুকিয়ে থাকে এই বাক্সের ভিতরই। তাই শনিবার সকাল থেকে ব্যালট বাক্স নিয়ে নানা জায়গায় থেকে নানা অভিযোগ এসেছে। রাজনৈতিক হিংসাকে কেন্দ্র করে ভোটের আবহে কোচবিহারের মাথাভাঙা একাধিকবার শিরোনামে উঠে এসেছে। রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর বদলে রাজ্য পুলিশ দিয়ে একাধিক বুথে ভোট করাচ্ছে বলে বিরোধীদের অভিযোগ। আর এই ফাঁকফোকরের কারণেই বুথে বুথে এমন ছবি দেখা যাচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।