AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat Trafficking: নজর এড়ালো না বিএসএফের, পাচারের আগেই উদ্ধার ৫ লাখের চন্দন কাঠ

Balurghat: গোপন সূত্রে খবর, রবিবার ভোররাতে রাতে পাচারকারীরা সীমান্ত দিয়ে ওই চন্দনকাঠ পাচার করতে এসেছিলেন।

Balurghat Trafficking: নজর এড়ালো না বিএসএফের, পাচারের আগেই উদ্ধার ৫ লাখের চন্দন কাঠ
বিএসএফ-এর হাতে উদ্ধার চন্দন কাঠ (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Mar 29, 2022 | 11:50 AM
Share

বালুরঘাট: বাংলাদেশ পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে তার আগেই বালুরঘাট থেকে উদ্ধার প্রায় পাঁচ লাখ টাকার চন্দন কাঠ ও লক্ষাধিক টাকার গাঁজা। যদিও গোটা ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি বিএসএফ। জানা গিয়েছে, বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা গোপন সূত্রে খবর পায় যে, রবিবার ভোররাতে পাচারকারীরা সীমান্ত দিয়ে ওই চন্দনকাঠ পাচার করতে এসেছিল। সেই খবর পাওয়া মাত্রই  জওয়ানরা পাচারকারীদের তাড়া করেন। তখনই চন্দনকাঠ ফেলে পালিয়ে যায় তারা। যদিও, এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে পুরো ঘটনাটি খতিতে দেখছে বিএসএফ।

এদিকে, এই অভিযানে নেমে বিএসএফ মোট ৪৭ কেজি ৫০০ গ্রাম চন্দন কাঠ উদ্ধার করে। যার বাজার মূল্য ৪ লক্ষ ৭৫ হাজার টাকা। উদ্ধার হওয়া চন্দন কাঠগুলি কোথায় পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে বিএসএফ। অন্যদিকে, বিএসএফের পক্ষ থেকে উদ্ধার হওয়া চন্দন কাঠ বালুরঘাট বনদফতরের হাতে তুলে দেওয়া হবে জানানো হয়েছে।

অন্যদিকে, রবিবার সকালে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া এলাকায় বিএসএফ ১০ কিলো গাঁজা উদ্ধার করে ৷ উদ্ধার হওয়া গাঁজার মূল্য ১ লক্ষ টাকা ৷ বিএসএফ-এর ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে জানা গিয়েছে যে গাঁজাগুলি সানাপাড়া এলাকা থেকে উদ্ধার করে ৷ এদিকে এই ঘটনায়ও কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি বিএসএফ। এদিন উদ্ধার করা সেই গাঁজা বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই বিষয়ে বালুরঘাট থানার আইসি অসীম গোপ বলেন, “আজকে বিএসএফ-এর তরফে ১০ কেজি গাঁজা জমা করেছে। তা আমরা সংশ্লিষ্ট দফতরে পাঠাবো।”

বস্তুত, শনিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকরাম বিওপির নকশা গ্রামের বাঁশ ঝাড় থেকে উদ্ধার করা হয় বহু বছরের পুরনো কালো পাথরের মূর্তি। মূলত, সেটি বিষ্ণু মূর্তি বলেই  প্রাথমিক অনুমান সকলের। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ৩২ কেজি । উচ্চতা ২.৫ ফুট এবং দৈর্ঘ্য ৩৩.৫০ সেন্টিমিটার। যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

আরও পড়ুন: Sabujdeep: চুরি হচ্ছে একের পর এক গাছ, সরব হলেন খোদ শাসক দলের বিধায়ক

আরও পড়ুন: Howrah Crime: বন্ধ কারখানায় খেলা করছিল কচিকাঁচার দল, বল কুড়াতে গিয়ে আচমকাই সামনে এল সেই ভয়ানক দৃশ্য